Logo
Logo
×

খেলা

‘ভালো খেলাটা গুরুত্বপূর্ণ’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সম্ভাবনা কম, প্রত্যশা বেশি। তবে শেষ দুই বছরে বিদেশের মাটিতে বাংলাদেশ তিনটি টেস্ট ম্যাচ জিতেছে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বাংলাদেশের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হচ্ছে। গলে আগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগোতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। কাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নতুন প্রতিপক্ষ, নতুন কন্ডিশন। এখানে আমাদের বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারি, তাহলে সিরিজে ভালো কিছু হবে। আমাদের ভালো ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা ব্যাটিংয়ে আছি।’ তিনি বলেন, ‘অবশ্যই আমরা জিততে চাইব।’

বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। সেই সঙ্গে উদ্বোধনী জুটি কেমন হবে, মেহেদী হাসান মিরাজ খেলবেন কি না-এসব নিয়েও চিন্তা রয়েছে। অধিনায়ক বলেন, ‘মিরাজের শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তার খেলা না খেলার ওপর অনেক কিছু নির্ভর করছে। সে খেললে আমরা ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারব।’ ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ হেরেছে নাজমুলের দল, শ্রীলংকায় বাংলাদেশের ব্যাটারদের ভালো কিছু ইনিংস রয়েছে। নাজমুল বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে কেমন খেলেছি সেটা ভেবে লাভ নেই।’ তিনি বলেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে এখানে স্পিনাররা যেমন সহায়তা পায়, ব্যাটাররাও রান করতে পারে। আমার চাহিদামতো দল হয়েছে। এই ম্যাচ দিয়ে নতুন চক্র শুরু হচ্ছে। আপাতত এই দুটি টেস্ট ম্যাচে এই কম্বিনেশনে কেমন খেলতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।’ শ্রীলংকার বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড বিবর্ণ। লংকানদের বিপক্ষে ২৬ টেস্ট খেলে বাংলাদেশের জয় মাত্র একটি। সেটা ছিল বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম