রিশাদের সামনে আবার বিগ ব্যাশে খেলার সুযোগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলা হয়নি রিশাদ হোসেনের। সে সময় বিপিএল হওয়ায় অস্ট্রেলিয়ার টি ২০ টুর্নামেন্টে এই লেগ-স্পিনারকে বিবিএলে খেলার অনুমতি দেয়নি বিসিবি। বিবিএলের আসন্ন মৌসুমে হোবার্ট হারিকেন্স রিশাদকে ধরে রেখেছে। গতবারও এই দলের হয়ে খেলার কথা ছিল তার। এবারও তার খেলাটা নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার ওপর।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে খেলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এবার রিশাদের সামনে খেলার সুযোগ। বিবিএলের আগামী আসরের নিলামের জন্য নাম দিয়েছিলেন বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন-মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, শেখ মেহেদী, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, শামীম হোসেন, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। এই বছর ২১ ডিসেম্বর বসতে পারে বিগ ব্যাশের আসর।
