Logo
Logo
×

খেলা

‘কাজ সহজ করার জন্য উপদেষ্টার প্রয়োজন’

বললেন বিসিবি সভাপতি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির উপদেষ্টা মনোনয়ন নিয়ে সমালোচনা হচ্ছে। হঠাৎ কেন উপদেষ্টা মনোনয়নের প্রয়োজন হলো-এই প্রশ্ন সবার। ক্রিকেটের বাইরের ব্যক্তিদের সম্পৃক্ত করে কতটা সুফল মিলবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, কাজ সহজ করতে উপদেষ্টা মনোনয়নের প্রয়োজন হয়েছে তার। ক্রীড়া উপদেষ্টার এপিএসের নির্দেশে বিসিবি সভাপতি তিনজনকে মনোনয়ন দিয়েছেন। এমন কথা শোনা যাচ্ছে। সাখাওয়াত হোসেনকে ক্রিকেট ট্যুরিজম উপদেষ্টা, ব্যারিস্টার শেখ মাহাদি হাসানকে আইন উপদেষ্টা ও সৈয়দ আবিদ হুসেন সামিকে ক্রিকেট উপদেষ্টা হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্যে আবিদ হুসেন শুধু প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন। এখন তিনি ক্রীড়া সংবাদ উপস্থাপক। বাকিদের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা নেই। বুলবুল ক্ষমতায় থাকবেন মাত্র তিন মাস। এই সময়ের জন্য মনোনয়নের পরিকল্পনা নিয়ে কাল বিসিবি সভাপতি বলেন, ‘আমি কাজের একটি পরিকল্পনা তৈরি করেছি। কাজ সহজ করার জন্য উপদেষ্টার প্রয়োজন হয়েছে। ফারুক ভাইয়ের সময়েও তিনজন উপদেষ্টা ছিলেন। কিন্তু তাদের সামনে আনা হয়নি। আমি বলেছি বলে সবাই জেনেছে।’ তিনি বলেন, ‘আমি যতদিন আছি ততদিন তারা আমার সঙ্গে আছেন। পরবর্তী সভাপতি এলে তিনি ঠিক করবেন তাদের রাখবেন কি না।’

উপদেষ্টাদের মাসিক বেতন নেই। অফিস করারও বাধ্যবাধকতা নেই। সভাপতি চাইলে যে কোনো বিষয়েই তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। বুলবুল জানালেন, ‘চলার পথে আইনি সহায়তার জন্যই আমার আইন উপদেষ্টার প্রয়োজন। আর এখন ক্রিকেট শুধু জাতীয় দলকেন্দ্রিক নয়। অনেক বিষয় জড়িত। সামনে অনেক টুর্নামেন্ট। সেগুলো নিয়ে বিদেশের পর্যটকদের কীভাবে আকর্ষণ করা যায়, সেই হিসাব থেকেই ট্যুরিজম উপদেষ্টা মনোয়নয়ন দেওয়া হয়েছে। যাকে নেওয়া হয়েছে তিনি অভিজ্ঞ।’ একটি সূত্র জানিয়েছে, এই উপদেষ্টা মনোনয়ন নিয়ে বিসিবির পরিচালকরা খুশি নন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম