গল টেস্ট
শেষদিনে রোমাঞ্চের অপেক্ষা
পারভেজ আলম চৌধুরী
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গল যেন রানের রসগোল্লা সাজিয়ে দিয়েছে প্লেটে। নাজমুল হোসেন শান্ত, পাতুম নিশাঙ্কারা টপাটপ সেটি গিলছেন। চারদিনে সেঞ্চুরি তিনটি, ফিফটি পাঁচটি। দুদলের প্রায় আড়াই ইনিংসে রান হয়েছে ১,১৫৭। শুক্রবার চতুর্থদিন বাংলাদেশ যেখানে শেষ করেছে, সেখান থেকে গল ফোর্ট যতটা দৃষ্টির সীমানায়, প্রথম টেস্টের ফল ততটাই দূরে। বাংলাদেশ নিজেদের ওই দুর্গের উপরে নিয়ে গেছে। সেখান থেকে যতদূর দৃষ্টি যায়, শুধু দেখা যায় ভারত মহাসাগর। পরাজয় দেখা যায় না। আজ পঞ্চম ও শেষদিন সফরকারীরা শুরু করবে তিন উইকেটে ১৭৭ এবং ১৮৭ রানের লিড নিয়ে। কাল রাতে নিশ্চয় স্লিপ, গালি, পয়েন্ট, ফরোয়ার্ড শর্ট লেগে অস্বস্তির কোনো ফিল্ডার ছাড়াই বিন্দাস ঘুম হয়েছে শান্তদের। প্রথম ইনিংসের ব্যর্থতা মুছে ওপেনার সাদমান ইসলাম ৭৬ রানের মন কাড়া ইনিংস খেলে ফিরে গেলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪৮ এর পর ৫৬*। চায়ের দেশে আরেক কাপ সেঞ্চুরির চা চাইতেই পারেন তিনি। ১৬৩র পর ২২ রানে অপরাজিত মুশফিকুর রহিম যেমন চাইতে পারেন আরেকটি তিন অঙ্কের ম্যাজিক ফিগার।
৫৭ ওভার ব্যাট করে তিন উইকেটে ১৭৭ যথেষ্ট স্বস্তির পুঁজি বাংলাদেশের জন্য। যদি প্রথম ইনিংসে ১৭ ওভারের মধ্যে ৪৫ রানে তিন উইকেট হারানোর মর্মবেদনার সঙ্গে তুলনা করেন। প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান বাইশ গজে আছেন, উইকেটও তেমন দুষ্টুমি করছে না, তবু গল টেস্টের শেষদিনে কী রোমাঞ্চ অপেক্ষা করছে কে জানে।
এর আগে ৩৬৮/৪-এ চতুর্থদিন শুরু করা শ্রীলংকা নিশ্চয় বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল। তারা তখন জানত না যে, বাংলাদেশের অফ-স্পিনার নাঈম হাসান তাতে বাদ সাধবেন। মেহেদী হাসান মিরাজ অসুস্থ না হলে যার খেলা হতো না, সেই নাঈমের পাঁচ শিকারে লংকানরা প্রথম ইনিংসে থামে বাংলাদেশের চেয়ে ১০ রানে পিছিয়ে। গলে প্রথম বাংলাদেশি হিসাবে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া টেস্টে চতুর্থবার নাঈমের পাঁচ শিকার চান্ডিমাল (৫৪), ধনাঞ্জয়া (১৯), কামিন্দু (৮৭), থারিন্দু (০) ও আসিথা (৪)। নাঈমের পাঁচ উইকেটের সঙ্গে হাসান মাহমুদের তিন শিকারে স্পিনে-পেসে, কোমলে-কঠোরে দিনটা বাংলাদেশের হয়ে যায়। আর বিকালে ভোরের ফুল হয়ে যান নাজমুল ও মুশফিকুর। আর কী চাই!
স্কোর কার্ড
বাংলাদেশ প্রথম ইনিংস ৪৯৫।
শ্রীলংকা প্রথম ইনিংস ৪৮৫ (পাতুম নিশাঙ্কা ১৮৭, দিনেশ চান্ডিমাল ৫৪, কামিন্দু মেন্ডিস ৮৭। হাসান মাহমুদ ৩/৭৪, নাঈম হাসান ৫/১২১)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস
রান বল ৪ ৬
সাদমান এলবিডব্লু ব রত্নায়েকে ৭৬ ১২৬ ৭ ০
এনামুল ক কুশাল ব প্রবাথ ৪ ২০ ০ ০
মুমিনুল ক উদারা ব থারিন্দু ১৪ ৪০ ০ ১
নাজমুল হোসেন ব্যাটিং ৫৬ ১১৩ ৬ ০
মুশফিকুর রহিম ব্যাটিং ২২ ৪৩ ২ ০
অতিরিক্ত ৫
মোট (৩ উইকেটে, ৫৭ ওভারে) ১৭৭
উইকেট পতন : ১/২৪, ২/৬০, ৩/১২৮।
বোলিং : আসিথা ফার্নান্ডো ৮-০-৩১-০, প্রবাথ জয়াসুরিয়া ১৭-১-৪৮-১, থারিন্দু রত্নায়েকে ১৪-০-৫১-১, মিলান রত্নায়েকে ৯-৪-১৩-১, ধনাঞ্জয়া ডি সিলভা ৮-০-২৭-০, কামিন্দু মেন্ডিস ১-০-২-০।
