|
ফলো করুন |
|
|---|---|
এবারের ক্লাব বিশ্বকাপে ৩২ দলের মধ্যে ব্রাজিলের ক্লাব চারটি। কোনোটিই এখনো হারেনি। শুধু অপরাজিত থাকাই নয়, ব্রাজিলের দলগুলোর কাছে একের পর এক ধরাশায়ী হচ্ছে ইউরোপের পরাশক্তিরা। বৃহস্পতিবার রাতে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে আসরের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে বোতাফোগো। শুক্রবার রাতে আবার ব্রাজিলীয় চমক, এবার ফ্লামেঙ্গোর শিকার চেলসি। সাবেক ইউরোপসেরা চেলসিকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফ্লামেঙ্গো। শনিবার সকালে বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে বায়ার্ন মিউনিখও।
‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের অপেশাদার ক্লাব অকল্যান্ড সিটির বিপক্ষে রেকর্ড ১০-০ গোলে জিতেছিল বায়ার্ন। মায়ামিতে দ্বিতীয় ম্যাচে জার্মান জায়ান্টদের কঠিন পরীক্ষা নিয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। সেই পরীক্ষায় বায়ার্ন উতরে যায় হ্যারি কেইন ও মাইকেল ওলিসের গোলে। গ্রুপের অপর ম্যাচে অকল্যান্ড সিটির বিপক্ষে ৬-০ গোলে জিতেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। আনহেলদি মারিয়া ও বারেইরো করেন জোড়া গোল। ম্যাচটি মাঝপথে ঝড়ের কবলে পড়ায় দুই ঘণ্টার বেশি খেলা বন্ধ ছিল। ফিলাডেলফিয়ায় চেলসিও পড়েছিল ঝড়ের কবলে। তবে প্রাকৃতিক ঝড় নয়, দ্বিতীয়ার্ধে ফ্লামেঙ্গোর ২১ মিনিটের গোল-ঝড়ে বিধ্বস্ত হয় ব্লুজরা। পেদ্রো নেতোর গোলে ৬১ মিনিট পর্যন্ত এগিয়েছিল চেলসি। ৬২ থেকে ৮৩ মিনিটের মধ্যে তিন গোল করে পাশার দান উলটে দেয় ফ্লামেঙ্গো।
