Logo
Logo
×

খেলা

অনিশ্চয়তায় খেলোয়াড়রা কাবাডি লিগ হিমাগারে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় খেলা কাবাডি হারাতে বসেছে নিজস্ব সত্তা। তিন বছর ধরে হয় না প্রিমিয়ার ও প্রথম বিভাগ কাবাডি লিগ। দুই বছর আগে শেষবার ম্যাটে গড়িয়েছে দ্বিতীয় বিভাগ লিগ। কিছু সিরিজ আর নেপাল কাবাডি লিগে খেলেই তৃপ্তির ঢেঁকুর তুলেছে অ্যাডহক কমিটি। লিগ নিয়মিত না হওয়ায় ধুঁকছে প্রিমিয়ার ও প্রথম বিভাগের ক্লাবগুলো।

২০২২ সালে অনুষ্ঠিত হয় প্রিমিয়ার ও প্রথম বিভাগ কাবাডি লিগ। পরের বছর দ্বিতীয় বিভাগ। সেখানে আনসার চ্যাম্পিয়ন ও বিকেএসপি রানার্সআপ হয়েছিল। গত বছর ১৪ নভেম্বর কাবাডিতে নতুন কমিটি এলেও লিগ নিয়ে কোনো সুখবর নেই। গত দুই থেকে তিন বছর লিগ না হওয়ায় সংকটে পড়েছে ক্লাবগুলো। প্রিমিয়ারের আটটি এবং প্রথম বিভাগের ১০টি ক্লাবের খেলোয়াড়রা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায়। ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘আমরা প্রথম অর্ধবর্ষ পঞ্জিকা দিয়েছি। নতুন অর্ধবার্ষিকী পঞ্জিকা দ্বিতীয় বিভাগ কাবাডি দিয়ে শুরু করতে চাই।’ প্রিমিয়ার কাবাডি লিগে ক্লাব আজাদ স্পোর্টিংয়ের সদস্য সচিব এসএমএ মান্নানের মতে, ‘এটা হতে পারে না। নিয়ম অনুযায়ী, প্রথম বিভাগ লিগ হওয়ার কথা এখন। নইলে লিগ ভারসাম্যহীন হয়ে পড়বে। কারণ দীর্ঘদিন খেলতে না পেরে খেলোয়াড় ও ক্লাবগুলো আশাহত।’ প্রথম বিভাগের ক্লাব আইডিয়াল ক্রীড়া চক্রের কর্ণধার মেহেদী হাসান সুমনের কথায়, ‘প্রথম বিভাগ এবং প্রিমিয়ার বিভাগের পর দ্বিতীয় বিভাগ হওয়া উচিত। এটাই নিয়ম। নইলে সংকটে পড়তে হবে আমাদেরকে।’

এদিকে ঈদুল আজহায় রাজশাহীতে অনুষ্ঠিত কাবাডি উৎসবে গিয়ে রেফারি আবু আউয়াল সিদ্দিকী ও জুবায়ের জুম্মন হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবু আউয়াল বলেন, ‘আমরা রাজশাহীতে ঈদ উৎসবে যাতে রেফারিং করতে না পারি, সেজন্য ফেডারেশনের রেফারি কমিটির চেয়ারম্যান আবদুল হক হুমকি দিয়েছেন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম