Logo
Logo
×

খেলা

হেডিংলি টেস্ট

লাল বলের রোমাঞ্চ ছড়িয়ে শ্বাসরুদ্ধকর জয় ইংল্যান্ডের

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হেডিংলিতে সবচেয়ে বেশি রান তাড়া করে টেস্ট জেতার নজির ৪০৪। অস্ট্রেলিয়া এই অসাধ্য সাধন করেছিল ১৯৪৮ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। ৭৭ বছর পর ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ৩৭১। ভারতের বিপক্ষে তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ৩৭৮। এজবাস্টনে ২০২২ সালে। এবার ২১/০তে মঙ্গলবার চতুর্থদিন শুরু করা ইংল্যান্ড জ্যাক ক্রলি (৬৫) ও বেন ডাকেটের (১৪৯) ১৮৮ রানের উদ্বোধনী জুটিতে এগিয়ে যায় রোমাঞ্চের দিকে। ডাকাতের মতো ব্যাট করা ডাকেট ব্যক্তিগত ৯৭ রানে ‘জীবন’ পাওয়ার পর নিজের ষষ্ঠ টেস্ট শতক (ভারতের বিপক্ষে দ্বিতীয়) পেয়ে যান ১২১ বলে। ব্যক্তিগত ৪২ রানে রক্ষা পাওয়া ক্রলি ১১১ বলে ৫০ পূর্ণ করার পর ৬৫ রানে থামেন। এক বলের ব্যবধানে ক্রলি ও অলি পোপ (৮) দুজনকে ফেরান প্রসিধ কৃষ্ণা। এরপর শার্দুল তুলে নেন ডাকেটকে। ডাকেটকে ফেরানোর পরের বলে শার্দুলের দ্বিতীয় শিকার হন হ্যারি ব্রুক। অধিনায়ক বোন স্টোকস জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে ৩৩ রান করে ফেরেন। ১৪ বল ও ১৮ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে ইংল্যান্ড কিছুটা থমকে দাঁড়ায়। তখনই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জো রুট। তার ফিফটি স্বাগতিকদের নিয়ে যায় জয়ের আরও কাছে। ইংল্যান্ড তখন জয় থেকে ২০ রান দূরে। সেই রুটের অপরাজিত ৫৩ রানে ইংল্যান্ড পেল পাঁচ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়। জেমি স্মিথের (৪৪*) সঙ্গে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে ৩৭৩/৫-এ ইংল্যান্ডকে পৌঁছে দেন রুট। নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ইংল্যান্ড পেল ঐতিহাসিক জয়। বাজবলের কাছে এবার মার খেল ভারত। অধিনায়ক হিসাবে শুবমান গিল শুরু করলেন হৃদয় ভাঙা হার দিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস ৪৭১।

ইংল্যান্ড প্রথম ইনিংস ৪৬৫।

ভারত দ্বিতীয় ইনিংস ৩৬৪।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ৩৭৩/৫ (জ্যাক ক্রলি ৬৫, বেন ডাকেট ১৪৯, জো রুট ৫৩*, বেন স্টোকস ৩৩, জেমি স্মিথ ৪৪*। প্রসিধ কৃষ্ণা ২/৯২, শার্দুল ঠাকুর ২/৫১)।

ফল : ইংল্যান্ড

৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ

বেন ডাকেট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম