সান্তোসের সিংহাসনেই রাজপুত্র নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বছরের শুরুতে ফুটবলের রাজা পেলের সঙ্গে নেইমারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সান্তোস ঘোষণা দিয়েছিল, ‘রাজপুত্র ফিরে এসেছে।’ মঙ্গলবার রাতে পেলের সঙ্গে নেইমারের আরেকটি ছবি পোস্ট করেছে সান্তোস। ক্যাপশনে লেখা, ‘রাজপুত্র থেকে যাচ্ছে’। ২০২৬ বিশ্বকাপে চোখ রেখে ছয় মাসের নতুন চুক্তিতে শৈশবের ক্লাব সান্তোসে থেকে গেলেন ৩৩ বছর বয়সি ব্রাজিলীয় ফরোয়ার্ড। আগামী সোমবার নেইমারের আগের চুক্তির মেয়াদ শেষ হতো, সেটিও ছিল ছয় মাসের। এবার ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল সান্তোস। শেষতক ডিসেম্বর পর্যন্ত চুক্তি হলেও বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। নতুন চুক্তিতে আগের মতোই মাসে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা বেতন পাবেন নেইমার।
গত জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে সান্তোসে ফেরার পর দুবার চোটে পড়ায় মাত্র ১২টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। ১২ ম্যাচে তার প্রাপ্তি তিন গোল ও তিন অ্যাসিস্ট। ব্রাজিল লিগে নিজের সবশেষ ম্যাচে হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখেছিলেন নেইমার। শতভাগ ফিট না হওয়ায় ব্রাজিল জাতীয় দলে এখনো ফিরতে পারেননি তিনি। এত কিছুর পরও তারকা খ্যাতির কারণে নেইমারকে দলে ভেড়াতে আগ্রহী ছিল অনেক ক্লাব। কিন্তু নেইমার সাড়া দিয়েছেন হৃদয়ের ডাকে। চুক্তি নবায়নের পর সান্তোসের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, ‘হৃদয়ের ডাক শুনে সিদ্ধান্ত পাকা করেছি। সান্তোস শুধু আমার ক্লাব নয়, আমার ঘর, আমার শিকড়, ইতিহাস, আমার জীবন। এখানে সত্যিকারের ভালোবাসা পাই। নিজের মতো সুখী থাকতে পারি। অপূর্ণ স্বপ্নগুলো আমি এখানে পূরণ করতে চাই।’
