Logo
Logo
×

খেলা

সাকিবকে যে কারণে রংপুর নিতে পারেনি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি ২০র প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করে রংপুর রাইডার্স। শিরোপা ধরে রাখার অভিযানে এবার সাকিব আল হাসানকে নিয়ে গায়ানায় যেতে চেয়েছিল তারা। টিম ম্যানেজমেন্ট আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত বাংলাদেশের সাবেক অধিনায়ককে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেওয়া হয়নি বলে জানিয়েছে দলটি।

বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। লাহোর কালান্দার্সের হয়ে খেলার পরই জিএসএলে তাকে নেওয়ার আগ্রহ দেখায় রংপুর। জাতীয় দলের ব্যস্ততার কারণে টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুমে শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের মতো ক্রিকেটারদের পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। এমন দুজন স্পিনার না থাকায় সাকিব বড় অস্ত্র হতে পারতেন তাদের। সাকিবকে দলে না নেওয়া প্রসঙ্গে রোববার রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন, ‘সাকিব এখনো বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা রয়েছে। আমরা তাকে দলে নিতে চাইনি এমন নয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’ তিনি বলেন, ‘সাকিবকে একসঙ্গে ব্যাটার, স্পিনার ও অভিজ্ঞ খেলোয়াড় হিসাবে পাওয়া যায়। তার উপস্থিতি অনেক সমস্যার সমাধান করে দেয়। ক্রিকেটার হিসাবে তার দক্ষতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় রেখেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। রাজনৈতিক পালা বদলের পর সাকিবের অবস্থা সবারই জানা। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট একটা কঠিন সময় পার করছে। গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অধ্যায়। সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জ আমরা উপভোগ করার চেষ্টা করছি।’ আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় আসর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম