পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ আজহার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের কোচের পদ যেন ‘মিউজিকাল চেয়ার’। কেউ বেশিদিন টিকতে পারেন না। গত ১৮ মাসে শুধু টেস্ট দলেই কোচ বদল হয়েছে চারবার। এবার ভারপ্রাপ্ত কোচের বদলি হিসাবে আরেকজন ভারপ্রাপ্ত কোচ নিয়োগ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আকিব জাভেদের জায়গায় আপাতত টেস্ট দলের প্রধান কোচের দায়িত্বে এলেন সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। তার দায়িত্বের মেয়াদ আগামী বছরের এপ্রিল পর্যন্ত। এই সময়ে দেশের মাটিতে দুটি টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান-অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে। ৫০ বছর বয়সি আজহার ২০২৪ সালের এপ্রিলে সাদা বলের দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন। এতদিন কাজ করেছেন দলের সহকারী কোচ হিসাবে। গত ডিসেম্বরে জেসন গিলেস্পি পদত্যাগ করার পর থেকে পাকিস্তান টেস্ট দলের নিয়মিত কোচ নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রের শেষ দুটি সিরিজে ভারপ্রাপ্ত কোচ ছিলেন আকিব জাভেদ। সীমিত ওভারের দলেও ভারপ্রাপ্ত কোচ ছিলেন তিনি। গত মে মাসে তাকে সরিয়ে নিউজিল্যান্ডের মাইক হেসনকে সাদা বলের দলের প্রধান কোচের দায়িত্ব দেয় পিসিবি।
