এজবাস্টন টেস্ট
এজবাস্টনে গিলময় একদিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডে টেস্টে ডাবল সেঞ্চুরি করা অধিনায়কের সংখ্যা ১১-তে নিয়ে গেলেন শুবমান গিল। তাকে নিয়ে সফরকারী দলের সাতজন অধিনায়ক ডাবল সেঞ্চুরি করলেন। বাকি চারজন ইংল্যান্ডের। ভারতীয়দের মধ্যে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ অধিনায়ক গিল। অপর পাঁচজন হলেন-বিরাট কোহলি, মনসুর আলী খান পতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও এমএস ধোনি। এর মধ্যে সর্বোচ্চ সাতটি ডাবল সেঞ্চুরি কোহলির। গিলকে নিয়ে এত কথা বলার কারণ, তার ডাবল সেঞ্চুরির হাত ধরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়েছে সফরকারী ভারত। ৩১০/৫-এ এজবাস্টনে দ্বিতীয়দিন শুরু করা ভারত মধ্যাহ্নভোজের আগে হারায় রবীন্দ্র জাদেজাকে (৮৯)। এরপর দিনটা হয়ে ওঠে গিলময়। পুল শটে ফাইন লেগে বল পাঠিয়ে সিঙ্গেল নিয়ে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি (২০০*) পূর্ণ করেন তিনি ৩১১ বলে। জাদেজার সঙ্গে ষষ্ঠ উইকেটে ২০৩ রানের জুটি গড়েন ভারত অধিনায়ক। জাদেজার এটি ২৩তম টেস্ট ফিফটি।
ভারত প্রথম ইনিংসে থামে ৫৮৭ রানে। গিল আউট হন ২৬৯ রানে। ওয়াশিংটন সুন্দর ৪২। গিল ভেঙে দেন ১৯৭৯-এ দ্য ওভালে সুনীল গাভাস্কারের ২২১ রানের রেকর্ড। এজবাস্টনে এর আগে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ১৪৯। ২০১৮ সালে এই রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয়দিন শেষে ইংল্যান্ড ৭৭/৩। স্বাগতিকরা পিছিয়ে ৫১০ রানে।
জো রুট ১৮ ও হ্যারি ব্রুক ৩০ রানে অপরাজিত। পরপর দুই বলে দুই উইকেট নেন আকাশদীপ।
