Logo
Logo
×

খেলা

সাউথ এশিয়ান কারাতে ঢাকায়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপের দশম আসর বসবে বাংলাদেশে। আগামী বছরের জুলাইয়ে সাত দেশের কারাতেকাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এ প্রতিযোগিতা ঢাকায় আয়োজন করা হবে। শুক্রবার শ্রীলংকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় কারাতে কংগ্রেসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কলম্বো থেকে এই তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘মালদ্বীপ ছাড়া ছয় দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জুলাইয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টে মালদ্বীপও খেলবে। কলম্বোতে এখন চলছে নবম দক্ষিণ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ। আজ থেকে শুরু হবে খেলা। বাংলাদেশের ১৯ জন কারাতেকা এই টুর্নামেন্টে খেলছেন। একক কাতা, দলগত কুমি, অনূর্ধ্ব-২১ ও সিনিয়রদের বেশ কিছু ইভেন্টে পদকের জন্য লড়বেন লাল-সবুজের কারাতেকারা।

বিশ্বকাপের অপেক্ষায় ওয়াদিফা

জর্জিয়ার বাতুমি শহরে আগামীকাল ফিদে নারী দাবা বিশ্বকাপের খেলা শুরু হবে। বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার ওয়াদিফা আহমেদ এই ইভেন্টে অংশ নেবেন। গত মার্চে শ্রীলংকায় অনুষ্ঠিত এশিয়ান জোনাল ৩.২ দাবার মহিলা গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে ওয়াদিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেন। নকআউট পদ্ধতিতে মোট ১০৭ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। ওয়াদিফা প্রথম রাউন্ডে ফ্রান্সের আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ডমাস্টার দাউলিতে-করনেটি দেইমানতের সঙ্গে দুটি গেম খেলবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম