বাংলাদেশ টি ২০ দল
এবার দল থেকেই বাদ নাজমুল, নাঈমের সঙ্গে ফিরলেন সাইফউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টি ২০ দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজের দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ সাইফউদ্দিন। শুক্রবার ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। এ ফরম্যাটে টানা ব্যর্থতার কারণে বছরের শুরুতে অধিনায়কত্ব ছাড়েন নাজমুল। এবার দলেও জায়গা হারালেন। নাজমুলের সঙ্গে বাদ পড়েছেন সবশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। দলে ফিরেছেন চোটমুক্ত দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এছাড়া বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁ-হাতি পেসার শরীফুল ইসলামও ফিরেছেন। দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। আছেন মেহেদী হাসান মিরাজও।
মোহাম্মদ নাঈম সবশেষ টি ২০ খেলেছেন ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে। সাইফউদ্দিন খেলেছেন ২০২৪ সালের মে’তে জিম্বাবুয়ের বিপক্ষে। ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটে-বলে পারফর্ম করায় সাইফউদ্দিনের জায়গা হয়েছে টি ২০ দলে। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথমটি ১০ জুলাই ক্যান্ডিতে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ডাম্বুলা ও কলম্বোয় ১৩ ও ১৬ জুলাই।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ টি ২০ দল : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
