|
ফলো করুন |
|
|---|---|
আকাশ সত্যিই প্রদীপ হয়ে জ্বললেন এজবাস্টন টেস্টে। দুই ইনিংস মিলিয়ে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়ে ভারতের অমূল্য জয়ে বড়সড় অবদান রাখলেন। সাবেক ক্রিকেটার থেকে বিশেষজ্ঞ-সবাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এই ভারতীয় পেসারকে। বাদ যাননি ইংল্যান্ডের সমর্থকরাও। হেরেও তারা আকাশের প্রশংসায় পঞ্চমুখ।
এর মধ্যে আকাশকে নিয়ে গান তৈরি করেছেন এক ইংল্যান্ড সমর্থক। গত পরশু রাতে এজবাস্টন টেস্ট শেষ হওয়ার পর স্টেডিয়ামের বাইরে এক ইংল্যান্ড-ভক্ত গানের মধ্য দিয়ে শুভেচ্ছা জানান আকাশকে। জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর বিপুল শ্রোতাধন্য গান ‘লেট ইট বি’র সুরে গান ধরেন ওই সমর্থক। গানের কথা-‘আকাশদীপ, আকাশদীপ...বোলিং ইংল্যান্ড আউট, আকাশদীপ...’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এদিকে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ করার পর আকাশ জানান, তার বড় বোন অখণ্ড জ্যোতি সিং ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এজবাস্টন টেস্টে তার ১০ উইকেট বড় বোনের মুখে হাসি ফোটাবে। তিনি ম্যাচজয়ী স্পেল তার বোনকে উৎসর্গ করেছেন।
