Logo
Logo
×

খেলা

এক ধাপ অবনমন বাংলাদেশের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক ধাপ অবনমন বাংলাদেশের

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে রুখে দিয়ে ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছিল বাংলাদেশ। র‌্যাংকিং হয় ১৮৩। সিঙ্গাপুরের কাছে হেরে এক ধাপ অবনমন হয়েছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের। বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাংকিংয়ের হালনাগাদে এক ধাপ নেমে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৪। বাংলাদেশ জুন উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে। ভুটানকে ২-০ গোলে হারিয়েছেন জামালরা। পরে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে ১-২ গোলে সিঙ্গাপুরের বিপক্ষে হার। বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে র‌্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব পড়ত। ঘরের মাঠে জয়ের প্রত্যাশা ছিল। সিঙ্গাপুর ২-১ গোলে জিতে বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে। হেরে বাংলাদেশের হয়েছে অবনমন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম