মেয়েদের ৯ গোলের জয়ডঙ্কা
সাগরিকার হ্যাটট্রিক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইয়াঙ্গুন হোক কিংবা ঢাকা, জাতীয় দল অথবা অনূর্ধ্ব-২০, তাতে কী এসে যায়। বাহরাইন, তুর্কমেনিস্তান জাতীয় দল যা, মেয়েদের শ্রীলংকা অনূর্ধ্ব-২০ দলও তাই। গোল, গোল আর গোল। মিয়ানমারে সদ্য এশিয়ান কাপ বাছাইয়ে যেখানে শেষ করেছিলেন আফঈদা খন্দকাররা, ঢাকায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সেখান থেকেই শুরু। মিয়ানমারে খেলা দলের আটজনকে শুরুর একাদশে রাখেন কোচ পিটার বাটলার। একসময় মনে হচ্ছিল, ৭-০তে এগিয়ে যাওয়ার পর আর গোল দিতে ইচ্ছুক নন সাগরিকারা। কিন্তু গ্যালারি থেকে ‘আরেকটি’, ‘আরেকটি’ আওয়াজ ওঠায় আরও দুই গোল। লংকান মেয়েরা উড়ে গেলেন ৯-১ গোলে। মোসাম্মৎ সাগরিকার হ্যাটট্রিক ও মুনকি আক্তারের জোড়া গোলের সঙ্গে স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডির একবার করে লক্ষ্যভেদে ২০২৪ এর যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ নাকানি-চুবানি খাওয়াল দ্বীপদেশটির মেয়েদের। শুক্রবার ছুটির দিনে কিংস অ্যারেনায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ এর পাঁচ আসরের চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ সূচনায় বুঝিয়ে দিল সমাপ্তিটা কেমন হবে।
নয় গোলের ছয়টি হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের দ্বিতীয় মিনিটে মিডফিল্ডার স্বপ্না রানীর লক্ষ্যভেদে গোল উৎসবের শুরু। মিনিটতিনেক পর ব্যবধান ২-০ করেন মুনকি আক্তার। সাগরিকা নিজের প্রথম গোল করেন ৩৭ মিনিটে (৩-০)। প্রথমার্ধে আরও দুটি গোল নাকচ হয়ে যায় অফসাইডের দরুন। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে মুনকির দ্বিতীয় গোল (৪-০)। পরের মিনিটে ৫-০ করেন সিনহা। ৫২ ও ৫৮ মিনিটে পরপর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা (৭-০)। এরপর মনে হচ্ছিল, আফঈদারা সাতেই সন্তুষ্ট থাকবেন। রূপা আক্তার ৮-০ করে সেই ভুল ভেঙে দেন ৮৫ মিনিটে। যোগ করা সময়ে লাইয়ানশিকা একমাত্র সান্ত্বনাসূচক গোল করলে শ্রীলংকার ডাগআউটে সে কী উচ্ছ্বাস। যেন সান্ত্বনাসূচক নয়, জয়সূচক গোল। শান্তি মার্ডি এরপরও শান্তিতে থাকতে দেননি লংকান মেয়েদের। বাংলাদেশের শেষ গোলটি (৯-০) তারই।
নেপালের বিপক্ষে রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার পর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে টানা দুই ম্যাচ স্বাগতিকদের। এরপর ১৯ জুলাই আবার শ্রীলংকা। ২১ জুলাই শেষ ম্যাচে নেপালকে পাবে বাংলাদেশ।
