Logo
Logo
×

খেলা

সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ব্যাটিংয়ের শুরুর সময়টুকু বাদ দিলে পুরো ম্যাচজুড়েই দাপট দেখিয়েছে বাংলাদেশ। শুরুর ধাক্কা সামাল দিয়ে লিটন দাসের দুর্দান্ত ইনিংসে (৭৬) বাংলাদেশ ১৭৭ রান করতে পারে। রোববার ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭৮ রানের লক্ষ্যে নামা শ্রীলংকাকে শুরুতেই চেপে ধরেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। ২৫ রানেই চার উইকেট হারানোর পর নিশাঙ্কা ও শানাকার ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল শ্রীলংকা। আবার রিশাদ হোসেনের বোলিংয়ে পথ হারায় স্বাগতিকরা। মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় তারা। ৮৩ রানের বিশাল জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল সফরকারীরা। ওয়ানডে সিরিজের পুনরাবৃত্তি করল বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর জিতে গেল দ্বিতীয় টি ২০ তে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বুধবার কলম্বোতে।

রানের হিসাবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। গত বছর ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছিল তারা। এর চেয়ে বাংলাদেশের বড় জয় আছে একটি। ২০২১ বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানে জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলংকার সর্বনিু দলীয় স্কোর এটি। বাংলাদেশের বিপক্ষে সব মিলিয়ে এই প্রথম একশর নিচে অলআউট হলো তারা।

ইনিংসের মাঝপথেই বাংলাদেশের জয় এ করম নিশ্চিত হয়ে যায়। রিশাদের বলে বিনুরা ফার্নান্দো স্টাম্পিং হওয়ার পর আনুষ্ঠানিকতা শেষ হয়। শুরুতে শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি করে উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন। এক ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন রিশাদ। সব মিলে রিশাদ পান তিন উইকেট। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজও।

এর আগে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হন পারভেজ হোসেন। দ্বিতীয় ওভারে ফেরেন তানজিদ হাসান। শুরুর ধাক্কা সামাল দেন লিটন ও তাওহিদ হৃদয়। সমালোচনার জবাব দিয়ে ১৩ ইনিংস পর ফিফটি তুলে নেন অধিনায়ক লিটন। তাকে ভালো সঙ্গ দেন শামীম হোসেন পাটোয়ারীও (৪৮)। ১৩ ইনিংস পর ক্যারিয়ারের ১২তম টি ২০ ফিফটি পাওয়া লিটন ৫০ বলে পাঁচ ছক্কা ও এক চারে করেন ৭৬ রান। হৃদয়ের ব্যাট থেকে আসে ৩১ রান। বিনুরা ফার্নন্দো ৩১ রানে নেন সর্বোচ্চ তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১৭৭/৭, ২০ ওভারে

(লিটন দাস ৭৬, তাওহিদ হৃদয় ৩১, শামীম হোসেন ৪৮। তুষারা ১/৩০, ফার্নান্দো ৩/৩১, থিকশানা ১/৩০)। শ্রীলংকা ৯৪/১০, ১৫.২ ওভারে ৯৪ (নিসাঙ্কা ৩২, মেন্ডিস ৮, শানাকা ২০, ভ্যান্ডারসে ৮। শরীফুল ২/১২, সাইফউদ্দিন ২/২১, মোস্তাফিজ ১/১৪-১, মিরাজ ১/২৬, রিশাদ ৩/১৮)। ফল : বাংলাদেশ ৮৩ রানে জয়ী। ম্যান অব দ্য

ম্যাচ : লিটন দাস (বাংলাদেশ)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম