Logo
Logo
×

খেলা

ভারতের চাই ১৩৫ রান

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতের চাই ১৩৫ রান

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও থামে ঠিক ৩৮৭ রানে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে দুই রান নিয়ে রোববার চতুর্থদিন শুরু করা ইংল্যান্ড ১৯২ রানে অলআউট হলে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য পায় ভারত।

চার উইকেটে ৫৮ রান তুলে দিন শেষ করা ভারতকে আজ করতে হবে আরও ১৩৫ রান। স্বাগতিকদের দরকার ছয় উইকেট।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন জো রুট। এছাড়া অধিনায়ক বেন স্টোকসের ব্যাট থেকে আসে ৩৩ রান। ভারতের ওয়াশিংটন সুন্দর চারটি এবং মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরা নেন দুটি করে উইকেট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম