বশিরের ভাঙা আঙুলের ঘূর্ণিতে হৃদয় ভাঙল ভারতের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাসপ্রিত বুমরা খেললেন ৫৪ বল। রান মাত্র পাঁচ। রবীন্দ্র জাদেজা ইনিংস সর্বোচ্চ ৬১ রান করতে খেলেন ১৮১ বল। ১১ নম্বর ব্যাটার মোহাম্মদ সিরাজ ৩০ বল মোকাবিলা করেন। শেষ ব্যাটার হিসাবে আউট হওয়ার পর হতাশায় অনেকক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন সিরাজ। তাকে সান্ত্বনা দেন জো রুট। ভাঙা আঙুল নিয়ে বল করা অফ-স্পিনার শোয়েব বশির সিরাজকে বোল্ড করে ইংল্যান্ডকে লর্ডস টেস্টে জিতিয়ে দেন ২২ রানে। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ২-১ এ।
তুলির শেষ আঁচড় বশির দিলেও নানা বাঁকবদলের ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্ট ক্রিকেটের আদি ফরম্যাটের অবিশ্বাস্য এক ম্যাচের মর্যাদা পাবে। পাঁচদিনের থ্রিলার যখন শেষ হয় সিরাজের আউট হওয়ার মধ্য দিয়ে, ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে থামে, গোটা লর্ডস তখন বেন স্টোকসদের সঙ্গে শুবমান গিলদেরও কুর্নিশ করতে কুণ্ঠিত হয়নি। ক্রিকেটের এখানেই গরিমা, কৌলীন্য।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, যিনি ম্যাচের সেরা খেলোয়াড়, সত্যি বলেছেন- ‘এই ম্যাচ ছিল ইঁদুর-বিড়ালের খেলা।’ জাদেজা, বুমরা ও সিরাজ-এই ত্রয়ী খেলেছেন ২৬৫ বল। একসময় মনে হচ্ছিল জাদেজা ও বুমরা বাঁচিয়ে দেবেন ভারতকে। চার বছর আগে এই লর্ডসে বুমরা ৩৪* রান করেছিলেন ৬৪ বল খেলে। এবারও কোনো খামতি রাখেননি লড়াইয়ে। শেষ ১৪ টেস্টে ১০টি ডাক করা বুমরা যখন আউট হন, ভারত তখন ১৪৭/৯। এরপর জাদেজা-সিরাজের প্রতিরোধ। ব্যক্তিগত ২৬ রানে রিভিউ নিয়ে লেগ বিফোরের আপিল থেকে বেঁচে যাওয়া জাদেজা শেষ পর্যন্ত পরাজিত দলের অপরাজিত ব্যাটার। ১৯৩ রান তাড়া করতে নামা ভারত আগেরদিন ৫৪ রানে হারিয়েছিল চার উইকেট। এর মধ্যে তিন উইকেট হারায় তারা ৩৭ রানে। সোমবার পঞ্চম ও শেষদিনের খেলা শুরুর সময় ভারতের প্রয়োজন ছিল ১৩৫ রান। ইংল্যান্ডের ছয় উইকেট। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ১১২/৮। এরপর বুমরাকে সঙ্গে নিয়ে জাদেজার লড়াই। যার শেষ হয় ভারতের চতুর্থ সর্বনিম্ন রানের ব্যবধানে হারের মধ্য দিয়ে।
চা-বিরতির পাঁচ ওভার পর ভাঙা আঙুলের শোয়েব বশিরের ঘূর্ণি বল সিরাজের ব্যাট ছুঁয়ে স্টাম্পে। ভাঙা হৃদয় নিয়ে লর্ডস ছাড়তে হয় ভারতকে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস ৩৮৭।
ভারত প্রথম ইনিংস ৩৮৭।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ১৯২ (জো রুট ৪০
বেন স্টোকস ৩৩। ওয়াশিংটন সুন্দর ৪/২২)।
ভারত দ্বিতীয় ইনিংস ১৭০ (কেএল রাহুল ৩৯, রবীন্দ্র জাদেজা ৬১*। জফরা
আর্চার ৩/৫৫, বেন স্টোকস ৩/৪৮)।
ফল : ইংল্যান্ড ২২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : বেন স্টোকস।
