Logo
Logo
×

খেলা

১১৪ বছর বয়সে মারা গেছেন ম্যারাথন দৌড়বিদ ফাউজি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ম্যারাথন দৌড়বিদ ফাউজি সিং ১১৪ বছর বয়সে মারা গেছেন। সোমবার ভারতের পাঞ্জাবের জলন্ধরে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রানার ফাওজিকে ডাকা হতো ‘টারব্যান্ড টর্নেডো’ নামে। তার আত্মজীবনীর লেখক খুশবন্ত সিং এক্সে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ফাউজি সিংয়ের কোনো জন্মসনদ নেই। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, এই ম্যারাথন দৌড়বিদের জন্ম হয়েছিল ১৯১১ সালের ১ এপ্রিল। ১০০ বছর বয়স পর্যন্ত তিনি পূর্ণ ম্যারাথনে (৪২ কিলোমিটার) দৌড়েছেন। শেষবার ফাউজি ২০১৩ হংকং ম্যারাথনে দৌড়েছিলেন। ১০১ বছর বয়সে ১০ কিলোমিটারের (ছয় মাইল) ওই দৌড় তিনি শেষ করেন ১ ঘণ্টা ৩২ মিনিট ২৮ সেকেন্ডে। স্ত্রী ও এক সন্তানকে হারানোর পর ৮৯ বছর বয়সে দূরপাল্লার দৌড়ে অংশ নিয়ে ফাউজি আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম