Logo
Logo
×

খেলা

শোকাভিভূত ক্রীড়াঙ্গন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সারা দেশ শোকাভিভূত। গোটা দেশের মতো ক্রীড়াঙ্গনও এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকে স্তব্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্যলাভ কামনা করেছে। বিসিবি ও বাফুফে ছাড়াও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), ব্যাডমিন্টন, কাবাডি, কারাতে ফেডারেশন এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) এই ঘটনায় গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক বার্তায় বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সব সদস্য ও বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’ বিসিবি এক শোকবার্তায় দুর্ঘটনায় হতাহত পরিবারের জন্য দোয়া ও গভীর সমবেদনা জানিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম