কিংবদন্তি রেসলার হোগান মারা গেছেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রেসলিং লিজেন্ড হাল্ক হোগান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এই খবর নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)। হোগানের আসল নাম ছিল টেরি জেনে বোলিয়া। আশির দশকে পেশাদার রেসলিংকে মূলধারায় আনতে বড়সড় অবদান রেখেছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম এই তারকা কুস্তিগির। হোগানের পেশাদার রেসলিং ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৭৭ সালে। ১৯৮৩-তে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের (ডব্লুডব্লুএফ) সঙ্গে চুক্তি করার পর তিনি খ্যাতির শিখরে ওঠেন। রেসলিংয়ের জনপ্রিয়তা তুঙ্গস্পর্শী করার পেছনে হাতেগোনা যে ক’জনের অবদান রয়েছে, তাদের মধ্যে অন্যতম তিনি।
