Logo
Logo
×

খেলা

পন্টিংকে টপকে শচীনের সামনে রেকর্ডস্নাত রুট

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পন্টিংকে টপকে শচীনের সামনে রেকর্ডস্নাত রুট

বন্ধুদের আড্ডা ভাঙার পর ছায়া রয়ে যায়। কোলাহলকে হটিয়ে দিয়ে তার জায়গা দখল করে নেয় মৌনতা। ওল্ড ট্রাফোর্ডে একটি চমৎকার সিনেমা চলছিল। নাম ‘জো রুট’। ওই একটাই চরিত্র সিনেমাজুড়ে। চিত্রনাট্যকার তাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিলেন। করিয়ে-টরিয়ে হয়তো বললেন, ‘এবার তুই থাম্!’ রুট থামলেন ঠিক ১৫০-এ। পানি পানের বিরতির পর দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজা রুটকে টেনে আনলেন ক্রিজের বাইরে। বদলি উইকেটরক্ষক ধ্রুব জুড়েল আরামসে বেল ফেলে দেন। ঈষৎ বিষণ্নতায় রুট পথ ধরেন সাজঘরের। আম্পায়ার তাকে থামিয়েছিলেন। রিপ্লেতে স্টাম্পিংয়ের কোনো বিচ্যুতি ধরা পড়েনি।

২৪৮ বলে ১৫০। ১৪টি চার। রুটের ৩৮তম টেস্ট সেঞ্চুরি। শ্রীলংকান গ্রেট কুমার সাঙ্গাকারার সমান। টেস্টে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু তিনজনের-রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)। ভারতের বিপক্ষে স্টিভ স্মিথকে (১১) টপকে এখন সবচেয়ে বেশি শতক রুটের (১২)। এ নিয়ে ১৬তম বার ১৫০ কিংবা তার বেশি রানের ইনিংস খেললেন এই ইংলিশ ব্যাটার।

সিনেমার এখানেই শেষ নয়। টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় (১৩, ২৮৮), জ্যাক ক্যালিস (১৩, ২৮৯) ও রিকি পন্টিংকে (১৩, ৩৭৮) টপকে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহাকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রুট। ১৩, ৩৭৯* রানের মালিক এখন তিনি। তার উপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার (১৫, ৯২১)। শুক্রবার ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্টের তৃতীয়দিনের মুখ্যাভিনেতা যদি রুট হন তাহলে দু’ একজন পার্শ্ব অভিনেতাও থাকা চাই। সেরকম তিনজন হলেন- ছয় রানের জন্য সেঞ্চুরি মিস করা বেন ডাকেট, ৪৮ রানে ‘জীবন’ পাওয়া অলি পোপ, যিনি রুটের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়ার পথে ৭১ রান করেন। আরেকজন অধিনায়ক বেন স্টোকস, পেশিতে টান লেগে ৬৬ রানে যিনি অবসর নেন। সিরিজে এটিই স্টোকসের সর্বোচ্চ রান। ফিরে এসে শেষাবধি ৭৭ রানে অপরাজিত স্টোকস। ইংল্যান্ড তৃতীয়দিনের খেলা শেষে সাত উইকেটে ৫৪৪ রান। লিড ১৮৬ রানের। ভারত প্রথম ইনিংসে অলআউট হয় ৩৫৮ রানে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম