Logo
Logo
×

খেলা

ফিরলেন বাবর রিজওয়ান ও শাহিন আফ্রিদি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফিরলেন বাবর রিজওয়ান ও শাহিন আফ্রিদি

আগেরদিন ঢাকায় টি ২০ সিরিজ শেষ করেছে পাকিস্তান তৃতীয় ও শেষ ম্যাচ জিতে। হোয়াইটওয়াশ এড়ালেও সিরিজ হেরেছে তারা ১-২ এ। এবারের বাংলাদেশ সফরে পাকিস্তানের টি ২০ দলে ছিলেন না তারকাত্রয়ী বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সফর। শুক্রবার এ সফরের জন্য টি ২০ ও ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মার্কিন যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি ২০ সিরিজ দিয়ে শুরু হবে সফর। এরপর ক্যারিবিয়ান ট্যুর। সাদা বলের দুই সিরিজেই পাকিস্তানের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ১৬ সদস্যের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডান-হাতি ব্যাটার হাসান নওয়াজ। যিনি বাংলাদেশ সফরে টি ২০ দলে ছিলেন। সাবেক অধিনায়ক বাবর আজম এবং বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদিও ফিরেছেন দলে। শাহিন আফ্রিদির সঙ্গে ফিরেছেন হারিস রউফ এবং হাসান আলী। ৮, ১০ ও ১২ আগস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।

তার আগে পাকিস্তান সফর শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলার মধ্য দিয়ে। ৩১ জুলাই প্রথম টি ২০। পরের দুটি ২ ও ৩ আগস্ট। সব ম্যাচ হবে ফ্লোরিডার লডারহিলে। টি ২০ অধিনায়ক থাকছেন সালমান আগাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম