Logo
Logo
×

খেলা

কাবাডিতে ‘ওয়ানম্যান শো’!

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাবাডিতে ‘ওয়ানম্যান শো’!

কখনো হুমকি। আবার কখনো রেফারিদের বহিষ্কার। নির্বাচন না দিয়ে নিজেই করছেন রেফারিদের কমিটি। কথা না শুনলে ভয়ভীতি দেখাচ্ছেন। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন রেফারিরা। অনেকে বলছেন, কাবাডিতে এখন চলছে ‘ওয়ানম্যান শো’।

রাজশাহীতে কাবাডি উৎসবের আয়োজন করে উত্তরবঙ্গ কাবাডি ক্লাব। সেখানে খেলা পরিচালনার জন্য আমন্ত্রণ পান দেশের অন্যতম সেরা দুই রেফারি আবু আউয়াল সিদ্দিকী ও যোবায়ের হোসেন। সেই উৎসবে যোগ দিয়ে তারা নিষিদ্ধ হয়েছেন। আবু আউয়াল সিদ্দিকী বলেন, ‘দেশের জাতীয় খেলা কাবাডি। বিভিন্ন জেলায় এই খেলাটির আয়োজন হয়। ঈদের পর উৎসবে ওরা আমাদের ডেকেছিল খেলা পরিচালনার জন্য। এরপরই সাধারণ সম্পাদক আমাদের মৌখিকভাবে নিষিদ্ধ করেন। আমরা সেই চিঠি চাইলেও দেননি।’

এ বিষয়ে রেফারিজ কমিটির সাবেক সদস্য সচিব এসএমএ মান্নান বলেন, ‘এটা নৈতিকতা বিবর্জিত। এমন কোনো নিয়ম নেই কাবাডিতে। গায়ের জোরে সব করছেন সোহাগ। নির্বাচন না দিয়ে ক্ষমতাবলে রেফারিদের কমিটি গঠন করেছেন তিনি। কাবাডিতে এখন ‘ওয়ানম্যান শো’ চলছে। সিন্ডিকেটের মাধ্যমে চলছে কাবাডি।’

মেয়েদের লিগে খেলা উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের অভিযোগ, ‘আমাকে কাবাডি ফেডারেশনে প্রবেশ করতে নিষেধ করেছে সোহাগ। অন্যথায় ধরিয়ে দেবে। মামলা করবে।’ সাউথ বাংলা কাবাডি ক্লাবের কর্ণধার ফরিদ আহমেদ বলেন, ‘২০২১ সালের নির্বাচনে ক্লাবকে নানা সুবিধা দেওয়ার কথা বলে আমার সাউথ বাংলা ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে আরেকজনের কাছে বিক্রি করেছেন সোহাগ। ফলে আমি ওই নির্বাচনে অংশ নিতে পারিনি। আমার ক্লাব ক্ষতির শিকার হয়েছে বেশি।’ এসব অভিযোগ সম্পর্কে জানাতে চাইলে এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘এগুলো ভুল কথা। ভিত্তিহীন। আতিক প্রথম থেকেই আমার সঙ্গে ছিল। এখন কী হলো জানি না। আর কাউন্সিলরশিপ ফরিদ ভাই কোথায় কত টাকায় বিক্রি করেছে তিনিই জানেন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম