|
ফলো করুন |
|
|---|---|
জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৯১ রানের বিশাল জয় পেয়েছেন আজিজুল হাকিমরা। বাংলাদেশের ২৭৪ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ১৮৩ রানে অলআউট হয়। বাংলাদেশের তৃতীয় ম্যাচ ৩১ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টস হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই বড় স্কোর তোলে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার সেঞ্চুরি মিস করেন। ৬৩ বলে ১২ চার ও এক ছক্কায় ৮২ রানে আউট হন তিনি। হাফ সেঞ্চুরি করেন মোহাম্মদ আব্দুল্লাহও। তিনি ৫৬ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের তিন বোলার দুটি করে উইকেট নেন।
জবাবে স্বাগতিক দলের ওপেনার নাথানিয়েল হাফ সেঞ্চুরি (৫৩) করলেও বাকিরা ব্যর্থ হন। ৪২.২ ওভারে তারা ১৮৩ রানে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আগের ম্যাচের নায়ক সামিউন বশির। দুটি করে উইকেট পান আল ফাহাদ ও আজিজুল হাকিম।
