Logo
Logo
×

খেলা

মেয়েদের কোপায় ব্রাজিলের কোপ উরুগুয়েকে

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেয়েদের কোপায় ব্রাজিলের কোপ উরুগুয়েকে

ছেলেদের ফুটবলে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের। ২০২২ বিশ্বকাপের পাশাপাশি শেষ দুটি কোপা আমেরিকা জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে মেয়েদের ফুটবলে ব্রাজিলের দাপট অব্যাহত রয়েছে। ২০২৫ নারী কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনালের জোর সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা সেমির বাধা টপকাতে না পারলেও ব্রাজিল পৌঁছে গেছে শিরোপা ধরে রাখার শেষ ধাপে। ইকুয়েডরের কিটোয় মঙ্গলবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের মেয়েরা। শনিবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রথম সেমিতে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে আসা কলম্বিয়া।

২০২২ নারী কোপার ফাইনালেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও কলম্বিয়া। সেবার ১-০ গোলের জয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। নারী কোপার ইতিহাসজুড়ে অবশ্য ব্রাজিলের শ্রেষ্ঠত্ব খোদাই করা। প্রতিযোগিতার আগের নয় আসরে আটবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে। শুধু ২০০৬ আসরে তারা হেরে যায় আর্জেন্টিনার কাছে। এবার টানা দশম ফাইনালে নবম শিরোপার হাতছানি ব্রাজিলের সামনে। শেষ চারের একপেশে লড়াইয়ে উরুগুয়েকে পাত্তাই দেয়নি ব্রাজিল। আমান্দা গুতিয়েরেসের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন কিংবদন্তি মার্তা, গার্বেলিনি ও দুদিনিয়া। উরুগুয়ের একমাত্র গোলটি আত্মঘাতী। ফাইনালে উঠে ২০২৮ অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম