Logo
Logo
×

খেলা

জাতীয় ক্রিকেট লিগ

বরিশালের কোচ আশরাফুল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরিশালের কোচ আশরাফুল

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের কোচ হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির সভাপতি আকরাম খান শনিবার জানিয়েছেন এ তথ্য। সাবেক বাংলাদেশ অধিনায়ক আশরাফুল বিপিএলে রংপুর রাইডার্সের কোচিং স্টাফের সঙ্গে কাজ করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগেও কোচ হিসাবে হাত পাকিয়েছেন। মেয়েদের ডিপিএলে তিনি গুলশান ইয়ুথ ক্লাবের প্রধান কোচ এবং ছেলেদের ডিপিএলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ ছিলেন। এবার তাকে দেখা যাবে এনসিএলে। এদিকে বরিশাল দলের অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করছে বিসিবি। ১৪ সেপ্টেম্বর শুরু হবে বিসিএল টি ২০ টুর্নামেন্ট।

মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা থেমে নেই। টি ২০ ক্রিকেটের উইকেট নিয়ে আকরাম বলেন, ‘টি ২০ ক্রিকেটে আসলে ১৬০-১৭০ রান না হলে মানসম্মত হয় না। আমরা এ নিয়ে ভাবছি। চেষ্টা করছি বিসিএলে ভালো উইকেট দেওয়ার।’ তিনি বলেন, ‘বিসিএল টি ২০ টুর্নামেন্ট আমরা ১৫ সেপ্টেম্বর শুরু করছি। আপাতত দুটি ভেন্যুতে খেলা হবে।’

মোহাম্মদ আশরাফুল বিপিএলের মতো বড় টুর্নামেন্টে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। আকরাম বলেন, ‘আশরাফুল আমাদের সেরা ক্রিকেটারদের একজন ছিল। এবার তাকে আমরা কোচ হিসাবে নিয়েছি। সে নিজেও আগ্রহ দেখিয়েছে। সে বরিশালে দুই বছর খেলেছে। তাকে আমরা সেখানে কোচ হিসাবে নেওয়ার পরিকল্পনা করেছি। এছাড়া সেলিম, রোকন-আফতাব যদি ফ্রি থাকে এবং আগ্রহ প্রকাশ করে তাদেরও কাজে লাগানোর চেষ্টা করব। তাদের কাজে লাগাতে পারলে আমাদের ক্রিকেটে উন্নতি হবে।’

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হবে ১৪ সেপ্টেম্বর, এনসিএল টি ২০ দিয়ে। চূড়ান্তপর্ব শুরু ৪ অক্টোবর। এনসিএল প্রথম শ্রেণির চারদিনের ম্যাচ শুরু হবে ১৫ অক্টোবর। শেষ হবে ৩০ নভেম্বর। আশরাফুল দুই ফরম্যাটেই বরিশালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম