Logo
Logo
×

খেলা

নতুন হেয়ার স্টাইলে ‘নতুন’ নেইমার

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন হেয়ার স্টাইলে ‘নতুন’ নেইমার

সান্তোসে ফেরার পর নেইমারের গোল করাই এখন বড় খবর। সেখানে এক ম্যাচে দুই গোল। এ তো মুড়ির সঙ্গে মুড়কি! ক্লাব ফুটবলে প্রায় ভুলে যাওয়া সেই স্বাদ দীর্ঘ তিন বছর পর আবার পেলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। মঙ্গলবার সকালে ব্রাজিলের শীর্ষ লিগে জুভেনতুদের বিপক্ষে সান্তোসের ৩-১ ব্যবধানের জয়ে নেইমার করেছেন জোড়া গোল। এই জয়ে অবনমন অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। নিজেকে ফিরে পাওয়া ম্যাচে জোড়া গোলের পাশাপাশি নতুন হেয়ার স্টাইলেও নজর কাড়েন ৩৩ বছর বয়সি নেইমার।

ক্লাব ফুটবলে ২০২২ সালের আগস্টের পর এই প্রথম জোড়া গোল করলেন নেইমার। ব্রাজিল জাতীয় দলের হয়ে তার সবশেষ জোড়া গোল ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। তিন বছর পর টানা পাঁচ ম্যাচে পুরো সময় খেলা নেইমার এখন জাতীয় দলে ফেরার অপেক্ষায়। আগামী মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে এদিন নেইমারের খেলা দেখতে এসেছিলেন ব্রাজিল জাতীয় দলের দুই কোচিং স্টাফ। জোড়া গোলে তাদের মুগ্ধ করার পর নেইমার বলেন, ‘আমার খেলার স্টাইল সবাই জানে। আমাকে এখন জাতীয় দলের জন্য পাওয়া যাবে। একজন অ্যাথলেট হিসাবে ভালো বোধ করছি। এখন সিদ্ধান্ত নেবেন কোচ।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম