Logo
Logo
×

খেলা

হেনরির পাঁচ উইকেট

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হেনরির পাঁচ উইকেট

টস হারাটা ভালোই হলো নিউজিল্যান্ডের জন্য। বুলাওয়েতে সহায়ক কন্ডিশনের ফায়দা তুলে তাদের বোলাররা প্রথম সেশনে তুলে নিলেন চার উইকেট। দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১২৫ রানে। স্বাগতিকদের সবচেয়ে বড় ক্ষতিটা করেন ম্যাট হেনরি। ইনিংসে এ নিয়ে ষষ্ঠবার পাঁচ উইকেট নেওয়া এই ফাস্ট বোলার সিরিজে নিজের শিকার সংখ্যা নিয়ে গেলেন ১৪ উইকেটে। অভিষিক্ত ডাকারি ফোকেস নেন চার উইকেট।

জিম্বাবুয়ের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় চার বছর পর দলে ফেরা ব্রেন্ডন টেলরের ইনিংস সর্বোচ্চ ৪৪ রান। ৩৩ রান আসে তাফাদজয়া টিসিগার ব্যাট থেকে। নিউজিল্যান্ড প্রথমদিনের খেলা শেষ করেছে এক উইকেটে ১৭৪ রানে। লিড ৪৯ রানের। দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং অপরাজিত যথাক্রমে ৭৯ ও ৭৪ রানে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম