চ্যালেঞ্জ লিগে আবাহনীর চ্যালেঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে খেলবে ঢাকা আবাহনী ও কিংস। মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে আবাহনী। একই দিনে কাতারের দোহায় সিরিয়ার ক্লাব আল কারামাহর বিপক্ষে খেলবে কিংস। ম্যাচ খেলতে আজ দোহায় যাচ্ছে কিংস। চ্যালেঞ্জ লিগের প্লে-অফের ম্যাচ সামনে রেখে প্রায় তিন সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে ঢাকা আবাহনী। এক বিদেশি সুলেমান দিয়াবাতেকে নিয়েই মুরাসের মোকাবিলা করবে আবাহনী। বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলতে চার্টার্ড ফ্লাইটে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে মুরাস। বহরে প্রায় ৭০ জন রয়েছেন। মঙ্গলবার ম্যাচ খেলে পরের দিন ঢাকা ছাড়বে তারা। ঢাকা আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘মুরাস সোমবার সকালে এসে বিকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে।’ অন্যদিকে কিংস প্রস্তুতি শুরু করেছে সপ্তাহদুয়েক আগে। দলের ব্রাজিলীয় কোচ ফারিয়াস ও বিদেশি ফুটবলাররা সরাসরি কাতারে দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ড থেকে কিউবা মিচেলও যাবেন সেখানে। দেশ ছাড়ার আগে কিংসের অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘এবার যে বিদেশি খেলোয়াড়রা যোগ দিচ্ছেন, তাদের সবাই আমাদের চেনা-জানা। ঢাকার মাঠে চার-পাঁচ বছর ধরে খেলেছে সবাই। ওদের সঙ্গে মানিয়ে নিতে আমাদের খুব বেশি সমস্যা হবে বলে মনে করি না।’ কিংসে এক মৌসুম আগেই খেলে যাওয়া ব্রাজিলীয় স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ আবার ফিরেছেন। আবাহনীতে খেলা রাফায়েল অগোস্তু এবং মোহামেডানে খেলা এমানুয়েল সানডে ও এমানুয়েল টনিকে ভালোই চেনা তপু বর্মণ-রাকিব হোসেনদের। তপু যোগ করেন, ‘ফিটনেসের দিক দিয়ে আমরা সবাই এখন একটা ভালো অবস্থায় এসেছি। চ্যালেঞ্জ লিগের চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।’
