বিশ্রাম নেই যুবা ক্রিকেটারদের, এবার ইংল্যান্ড সফর
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। সিরিজের অপর দল ছিল দক্ষিণ আফ্রিকা। বৈরী কন্ডিশনে সব মিলে ১১টি ম্যাচ খেলে আজিজুল হাকিমদের জয় নয়টি। দুটি ম্যাচে অল্প ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ যুবারা। দেশে ফিরেই এক সপ্তাহ বিশ্রাম নিয়ে আবার ইংল্যান্ড সফর। আগামী বছর যুব বিশ্বকাপ।
আজ দেশে ফেরার পর এক সপ্তাহ বিশ্রাম। ২২ আগস্ট অনুশীলন শুরু হবে। ১ সেপ্টেম্বর ইংল্যান্ডে যাবে দল। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে। ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবে দল। অক্টোবরের শেষদিকে আসবে আফগানিস্তান যুব দল। ডিসেম্বরে এশিয়া কাপ।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাওসার বলেন, ‘আগামী বছর জিম্বাবুয়ের কন্ডিশনে বিশ্বকাপ। আন্তর্জাতিক মানের দল গড়ার জন্য যা যা করা প্রয়োজন আমরা সবই করার চেষ্টা করছি। ইংল্যান্ডের কন্ডিশনেও নিজেদের ঝালিয়ে নেবে যুবারা। জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী বছরের শুরুর দিকে যুব বিশ্বকাপের আসর বসবে। কন্ডিশনের জন্য ত্রিদেশীয় সিরিজ গুরুত্বপূর্ণ ছিল। সেখানে প্রায় শতভাগ সফল যুবারা। বিশ্বকাপের আগে নেপালে এশিয়া কাপ। বাংলাদেশের সাফল্যে সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই দলটি আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বারবার মনে করাচ্ছে যুব বিশ্বকাপজয়ী সেই দলের কথা। সামনে ভালো কিছু হোক, নিশ্চয়ই হবে।’
