ফ্রম লাওস উইথ লাভ
অগ্রজদের পথে অনুজরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মেয়েদের ফুটবলে সুবাতাস বইছে। গত ৫ জুলাই তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার গৌরব অর্জন করেছে মেয়েদের সিনিয়র দল। ইয়াঙ্গুন থেকে সেই সুখবর আসার পর এবার লাওস থেকে এলো আরেকটি সুসংবাদ। সিনিয়রদের মতো জুনিয়ররাও প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলবে। গত পরশু দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেও তিনটি সেরা গ্রুপ রানার্সআপ দলের দ্বিতীয় স্থানে থেকে আফঈদারা আরেকটি অনন্য গৌরবের অধিকারী হয়েছেন। তাদের এই গরিমাকে ‘ফ্রম লাওস উইথ লাভ’ বললে অতিশয়োক্তি হবে না।
এদিকে লাওস থেকে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। তবে দলের সঙ্গে ফেরেননি কোচ পিটার বাটলার। তিনি ছুটি কাটাতে ইংল্যান্ডে ফিরে গেছেন। ঢাকায় ফিরবেন ১ সেপ্টেম্বর। ফিরে জাতীয় সিনিয়র নারী দলকে নিয়ে শুরু করবেন অস্ট্রেলিয়া মিশন। আগামী বছরের ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল। পরেরদিন বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মহাদেশীয় আসরে অভিষেক হবে বাংলাদেশের মেয়েদের।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলও ‘আপুদের’ মতো এই প্রথম খেলবে জুনিয়র এশিয়ান কাপের মূলপর্বে। গত মাসে মিয়ানমার থেকে এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে ঢাকায় ফেরার পর গভীর রাতে হাতিরঝিলে সংবর্ধনা দেওয়া হয়েছিল জাতীয় সিনিয়র নারী ফুটবল দলকে। অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের জন্য তেমন কোনো পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে শোনা যায়নি।
মার্চে সিনিয়র এশিয়ান কাপের এক মাস পর থাইল্যান্ডে এএফসি মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের আসর বসবে। সিনিয়রদের মতো জুনিয়র ফুটবলকন্যাদের সামনেও বিশ্বকাপে খেলার হাতছানি রয়েছে। সেজন্য টুনামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের আসর বসবে। বাফুফের পরিকল্পনায় রয়েছে সিনিয়র ও জুনিয়র দুই দলের ক্যাম্প জাপানে করার।
বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল যেভাবে এশিয়ান কাপে
২৯ জুন
বাংলাদেশ ৭ : ০ বাহরাইন
২ জুলাই
বাংলাদেশ ২ : ১ মিয়ানমার
৫ জুলাই
বাংলাদেশ ৭ : ০ তুর্কমেনিস্তান
বাংলাদেশ জুনিয়র নারী ফুটবল দল যেভাবে এশিয়ান কাপে
৬ আগস্ট
বাংলাদেশ ৩ : ১ লাওস
৮ আগস্ট
বাংলাদেশ ৮ : ০ পূর্ব তিমুর
১০ আগস্ট
বাংলাদেশ ১ : ৬ দক্ষিণ কোরিয়া
