|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক টি ২০ তে প্রথম দল হিসাবে হাজার ছক্কার মাইলফলক ছুঁয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এই সংস্করণে দল হিসাবে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখনো ক্যারিবিয়ানদের দখলে। তবে এই মুহূর্তে উইন্ডিজের চেয়েও বড় ছক্কাবাজ দল অস্ট্রেলিয়া। ২০২৫ সালে ম্যাচপ্রতি ছক্কায় সবাইকে ছাড়িয়ে গেছে মিচেল মার্শের দল। ম্যাচের পরিস্থিতি কিংবা উইকেটের আচরণ যেমনই হোক, ছক্কা ছাড়া কথাই নেই তাদের! এ বছর মাত্র ছয়টি টি ২০ খেলেই অস্ট্রেলিয়ার ছক্কা ৭৭টি। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে তাদের ছক্কা ছিল ৬৪টি। রোববার ডারউইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি ২০তে আবারও ছক্কার ডানায় উড়েছে অস্ট্রেলিয়া। এবার তারা হাঁকিয়েছে ১৩ ছক্কা, যার আটটিই টিম ডেভিডের। ছক্কাবাজ ডেভিডের চওড়া ব্যাটে এই ছয় ম্যাচেই জিতেছে অস্ট্রেলিয়া। এ বছর টি ২০তে প্রতি ম্যাচে গড়ে ১২.৮৩টি করে ছক্কা মেরেছে অসিরা। আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি ছক্কা ওয়েস্ট ইন্ডিজের। তবে ১৩০ ছক্কা মেরেছে তারা ১২ ম্যাচে। ম্যাচপ্রতি ১০.৮৩টি করে। অস্ট্রেলিয়ার চেয়ে গড়ে দুটি করে কম। পাকিস্তান ১০৮টি ছক্কা মেরেছে ১৪ ম্যাচে, গড়ে ৭.৭১টি করে। বাংলাদেশও এবার এই প্রথম এক পঞ্জিকাবর্ষে ছক্কার সেঞ্চুরি করেছে। বাংলাদেশের ১০০ ছক্কা এসেছে ১২ ম্যাচে, গড়ে ৮.৩৩টি করে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের তুলনায় অনেক পিছিয়ে থাকলেও বাংলাদেশের জন্য এটিই উল্লেখযোগ্য উন্নতি। আন্তর্জাতিক টি ২০তে সব মিলিয়ে ছক্কাবাজ দলের তালিকায় বাংলাদেশের অবস্থান দশে। ১৯৪ ম্যাচে বাংলাদেশের ছক্কা মাত্র ৮২৪টি। যেখানে মাত্র ১৪১ ম্যাচেই আফগানিস্তানের ছক্কা ৮৩৯টি। ২২৮ ম্যাচে ১৭২১ ছক্কা হাঁকিয়ে এই তালিকার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। ২৪৭ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৬৯টি ছক্কা ভারতের।
টি ২০তে দল হিসাবে সবচেয়ে বেশি ছক্কা (শীর্ষ ১০)
দল ছক্কা ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ ১৭২১ ২২৮
ভারত ১৫৬৯ ২৪৭
নিউজিল্যান্ড ১৩৯১ ২৩৫
অস্ট্রেলিয়া ১২৯৮ ২০৯
পাকিস্তান ১২৫৬ ২৬৭
ইংল্যান্ড ১২০৮ ২০৭
দক্ষিণ আফ্রিকা ১১৪৬ ২০২
শ্রীলংকা ৮৫৬ ২০৬
আফগানিস্তান ৮৩৯ ১৪১
বাংলাদেশ ৮২৪ ১৯৪
