এসে গেছে ফুটবল রোমান্টিকদের বসন্তকাল
ইংলিশ প্রিমিয়ার লিগ লা লিগা ও ফরাসি লিগের পর্দা উঠছে শুক্রবার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এসে গেছে ফুটবল রোমান্টিকদের বসন্তকাল। ইউরোপের ক্লাব ফুটবলে নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে শুক্রবার একই দিনে পর্দা উঠবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ফরাসি লিগের। তিন লিগের তিন বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, বার্সেলোনা ও পিএসজির সামনে নতুন চ্যালেঞ্জ।
শুক্রবার রাতে বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিভারপুল। প্রিমিয়ার লিগ-যুগে প্রথমবার শিরোপা ধরে রাখতে সফল হলে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউকে (২০) ছাড়িয়ে রেকর্ড ২১ বার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে অলরেডরা। নতুন খেলোয়াড় কিনে দলের শক্তি বাড়াতে এরই মধ্যে তারা খরচ করেছে ২৬০ মিলিয়ন পাউন্ড। দিয়াজ ও নুনেজকে ছেড়ে দিলেও আক্রমণভাগের সেনাপতি মোহামেদ সালাহকে ধরে রেখেছে লিভারপুল। সড়ক দুর্ঘটনায় নিহত ক্লাবের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার স্মরণে এবার পুরো মৌসুমে ‘ফরএভার ২০’ লেখা জার্সি পরে খেলবেন সালাহরা।
ওদিকে লিভারপুলকে সিংহাসনচ্যুত করতে দল ঢেলে সাজিয়েছে আর্সেনাল, ম্যানসিটি, চেলসি ও ম্যানইউ। নতুন খেলোয়াড় কিনতে ১৮০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছে গত তিন আসরের রানার্সআপ আর্সেনাল। গত আট মৌসুমে ছয়বার প্রিমিয়ার লিগ জেতা ম্যানসিটি গত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি। কেভিন ডি ব্রুইনা, কাইল ওয়াকার, জ্যাক গ্রিলিশের মতো অভিজ্ঞদের ছেড়ে দিয়ে এবার তারুণ্যনির্ভর দল গড়েছেন কোচ পেপ গার্দিওলা। ক্লাব বিশ্বকাপ জেতা চেলসিও লিগ শিরোপায় চোখ রেখে শক্তিশালী দল গড়েছে। ম্যানইউ ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করলেও শিরোপার বড় দাবিদার হয়ে উঠতে পারেনি।
লা লিগায় শিরোপা পুনরুদ্ধার করতে নতুন কোচ জাবি আলোনসোকে নিয়োগ দেওয়ার পাশাপাশি একঝাঁক নতুন খেলোয়াড় কিনেছে রিয়াল মাদ্রিদ। লুকা মদরিচের বিদায়ের পর ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে আক্রমণভাগের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পের হাতে। রিয়ালের সঙ্গে টেক্কা দিয়ে শিরোপা ধরে রাখতে গত মৌসুমের ত্রিরত্ন ইয়ামাল, রাফিনিয়া ও লেওয়ানডোস্কিই বড় ভরসা বার্সার। আর্থিক সংকটের কারণে নতুন কোনো তারকা ফুটবলার কিনতে পারেনি তারা। তবে ম্যানইউ থেকে মার্কাস রাশফোর্ড ধারে যোগ দেওয়ায় ইয়ামালকে প্রয়োজনে বিশ্রাম দেওয়ার সুযোগ পাবেন কোচ হান্সি ফ্লিক। ইয়ামালের জন্য চ্যালেঞ্জ হবে ১০ নম্বর জার্সি গায়ে লিওনেল মেসির মতো ধারাবাহিক হওয়া। লা লিগার তৃতীয় শক্তি আতলেতিকো মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে পারেনি।
ফরাসি লিগে পিএসজির একাধিপত্যকে এবার চ্যালেঞ্জ জানাতে পারে মোনাকো ও মার্শেই। দুই দলই অনেক নতুন খেলোয়াড় কিনেছে। পল পগবা ও আনসু ফাতির কারণে মোনাকোর খেলায় চোখ থাকবে সবার।
