Logo
Logo
×

খেলা

তানজিদের বিয়ে

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তানজিদের বিয়ে

সামনে অবিরল ক্রিকেট। ঠাসা সূচি। সিলেটে নেদারল্যান্ডস সিরিজ। তিনটি টি ২০। ‘চায়ের দেশে’ খেলে উড়াল মরুরাজ্যে। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ। ফুরসত মিলবে না তিন কাঠির খেলা থেকে। পেছনেও কম ব্যস্ততা যায়নি। মাঝে কিছুদিনের বিরতি সুযোগটা করে দিল। জীবনের নতুন ইনিংস শুরু করলেন তানজিম হাসান। বিয়ে করলেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই এই সুসংবাদ দিয়েছেন তানজিম। যার সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়েছেন, বিশ্বের কোনো বোলার যে জুটি ভাঙতে পারবে না, সেই নবপরিণীতার হাত ধরে আছেন তানজিম, এমন একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন-দুটি আত্মা একটি হৃদয়। একসঙ্গে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। ২৪-এর এই মারকাটারি বাঁ-হাতি ব্যাটার বাইশ গজে যতই আগ্রাসী হন, জোড় জীবনের উদ্বোধন করতে নেমে ‘দুলহা’ সেজে ‘দুলহান’-এর সামনে লাজুক। ২৬টি ওডিআই (চারটি ফিফটিসহ ৫৪৮ রান) ও ২৯টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ (পাঁচটি হাফ সেঞ্চুরি, ৬৫৫ রান) খেলা তানজিদ অবশ্য স্ত্রীর নাম জানাননি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম