ফাইনালে হারের পর সুয়ারেজের লঙ্কাকাণ্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিয়াটল সাউন্ডার্সের ঘরের মাঠে দর্শক উপস্থিতি বরাবরই দারুণ। এই ম্যাচ ছাড়িয়ে গেল অতীতের সব রেকর্ড। লিওনেল মেসির দলের বিপক্ষে ফাইনাল বলে কথা! আর্জেন্টাইন জাদুকরের ভক্ত-সমর্থক অনেক ছিলেন গ্যালারিতে। তারা শেষ পর্যন্ত হতাশই হলেন। ঘরের দর্শকদের আনন্দের জোয়ারে ভাসিয়ে ইন্টার মায়ামিকে স্তব্ধ করে শিরোপা জিতে নিল সিয়াটল সাউন্ডার্স। সোমবার সকালে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিয়াটল সাউন্ডার্স।
ম্যাচ শেষে লুইস সুয়ারেজের কাণ্ডের জের ধরে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। লঙ্কাকাণ্ড থামতে সময় লাগে অনেকটা। ঘুসাঘুসির পাশাপাশি থুতু ছুড়ে বড় এক কেলেঙ্কারির জন্ম দেন মায়ামির উরুগুয়ান তারকা সুয়ারেজ। এ ঘটনায় তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে।
সিয়াটলের মাঠ লুমেন ফিল্ডে এ দিন দর্শক ছিলেন ৬৯ হাজার ৩১৪ জন, ফুটবল ম্যাচে যা এই মাঠের রেকর্ড। লিগস কাপের ম্যাচেও এটি রেকর্ড। সেই দর্শকদেরই উন্মাতাল করে শুরুতেই এগিয়ে যায় সাউন্ডার্স। হেডে গোল করেন ওসাজে দে রোজারিও। ৮৪ মিনিটে অ্যালেক্স রোল্ডানের পেনালটি গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয় অনেকটাই। ৮৯ মিনিটে মায়ামির আশার কফিনে শেষ পেরেক ঠুকে দেন রথরক। প্রথমার্ধে সুবিধা করতে না পারা মায়ামি দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায়।
কিন্তু গোলমুখে মেসিসহ সবাই ছিলেন অকার্যকর। ম্যাচের ৬৮ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেও আদতে কোনো লাভ হয়নি মায়ামির। শেষ বাঁশি বাজার পর উল্লাসে মেতে ওঠা সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেদ ভার্গাসের দিকে তেড়ে যান সুয়ারেজ। সেটির সূত্র ধরে দুদলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি লেগে যায়।
একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সাউন্ডার্সের কোচিং স্টাফদের একজনের মুখে থুতু ছুড়ে দেন সুয়ারেজ। এর আগেও থুতু ও কামড়কাণ্ডের জন্য কয়েক দফা নিষিদ্ধ হয়েছেন তিনি।
