ঝলমলে ব্রাজিলের সাম্বা জাদুতে নিভে গেল চিলি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ম্যাচের তখন ৩৮ মিনিট। তখনই এস্তেভাওয়ের গোল। ব্রাজিল এরপর আরও দুটি গোল পায় ৭২ ও ৭৬ মিনিটে যথাক্রমে লুকাস পাকুয়েতা ও ব্রুনো গুইমারায়েসের সৌজন্যে। তাতে ৩-০ গোলে চিলিকে উড়িয়ে দিয়েছে নেইমারবিহীন ব্রাজিল। আর্জেন্টিনার মতো আগেই ২০২৬ ফিফা বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিলও। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই ম্যাচ ছিল তাই নিয়মরক্ষার। সেই ম্যাচে উদিত হলো নতুন সূর্য-এস্তেভাও। চেলসির ১৮ বছরের এই প্রতিভাবান উইঙ্গার ব্রাজিলের হয়ে সবচেয়ে কম বয়সি শীর্ষ ১০ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন। যে তালিকার শীর্ষে রয়েছেন ফুটবলের রাজা পেলে এবং দশম ও শেষ স্থানে নেইমার।
ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড প্রয়াত কিংবদন্তি পেলের। তিনবারের বিশ্বকাপজয়ী পেলে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেছিলেন ১৬ বছর আট মাস বয়সে, ১৯৫৭ সালে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে এডু (আর্সেনালের খেলোয়াড় নন) ও আইকনিক স্ট্রাইকার রোনালদো। এডু (১৯৬৬) গোল করেছিলেন ১৬ বছর ১০ মাস বয়সে এবং রোনালদো (১৯৯৪) ১৭ বছর সাত মাস বয়সে। তালিকায় চতুর্থ স্থানে আছেন বর্তমানে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এন্ড্রিক। গত বছর তিনি হলুদ জার্সিতে প্রথম গোল করেন ১৭ বছর আট মাস বয়সে। এভাবে পঞ্চমে কুতিনহো (লিভারপুলের খেলোয়াড় নন), ষষ্ঠতে কারভালহো লেইতে, সপ্তমে মার্সেলো এবং নবম স্থানে ঠাঁই পেয়েছেন ডিয়েগো। এস্তেভাও রয়েছেন তালিকায় অষ্টম স্থানে। নেইমারের চেয়ে দুই ধাপ উপরে।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে শুরু চিলি ম্যাচে ব্রাজিল স্বরূপে ফিরেছে সাম্বা জাদু দেখিয়ে। ম্যাচের ৩৮ মিনিটে দুর্দান্ত বাইসাইকেল কিকে অচলায়তন ভাঙেন এস্তেভাও। তার আগে চতুর্থ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় হেডে করা কাসেমিরোর গোল। দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামা লুকাস পাকুয়েতা দ্বিতীয় এবং চার মিনিট পর তৃতীয় গোল করেন ব্রুনো গুইমারায়েস।
এই জয়ে বাছাইপর্বে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এলো কার্লো আনচেলত্তির দল।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-ব্রাজিল
ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
আর্জেন্টিনা ১৭ ১২ ২ ৩ ৩৮
ব্রাজিল ১৭ ৮ ৪ ৫ ২৮
