যে কারণে কানের সমস্যায় নাকের ড্রপ দেওয়া হয়
ডা. মো. আব্দুল হাফিজ (শাফী)
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অনেকেই ভাবেন, ‘নাকের ড্রপ’ শুধু নাক বন্ধ বা সর্দি-কাশির জন্য। কিন্তু অনেক সময় চিকিৎসক কানের সমস্যায়ও নাকের ড্রপ ব্যবহার করতে বলেন।
* কেন
আসলে কান, নাক ও গলা একে অপরের সঙ্গে সংযুক্ত। মধ্যকর্ণ ও নাকের পেছনের অংশের মধ্যে থাকে একটি সরু নালী-Eustachian tube, যা কানের ভেতরের বায়ুচাপ ঠিক রাখে।
যখন সর্দি, ঠান্ডা বা অ্যালার্জির কারণে নাক বন্ধ থাকে, তখন এই টিউবও বন্ধ হয়ে যায়। এর ফলে রোগীরা-
▶ কানে বন্ধ লাগা।
▶ আওয়াজ কম শোনা।
▶ কানে ‘শো শো’ শব্দ বা ভারী অনুভূতি নিয়ে আসেন।
এ সময় চিকিৎসকের পরামর্শে ব্যবহৃত নাকের ড্রপ (যেমন-Oxymetazoline বা Xzlometazoline) নাকের ভেতরের ফোলাভাব কমিয়ে দেয়। এতে বাতাস চলাচল স্বাভাবিক হয়, ইউস্টেশিয়ান টিউব খুলে যায়, কানের ভেতরের চাপ ঠিক থাকে এবং কানে ভারী লাগা বা বন্ধভাব দূর হয়।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ১০ দিনের বেশি বা একটানা নাকের ড্রপ ব্যবহার করা বিপজ্জনক। এতে নাকের ভেতর আরও ফুলে যায়, এমনকি ড্রপের প্রতি আসক্তিও তৈরি হতে পারে। ফলে নাক বন্ধ আরও বেড়ে যায়।
লেখক : আবাসিক সার্জন (ইএনটি); সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
