শীতে কানের সমস্যা ও ইউস্টেশিয়ান টিউবের গুরুত্ব
ডা. মো. আব্দুল হাফিজ (শাফী)
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শীতকাল এলেই কানের বিভিন্ন সমস্যা বাড়তে দেখা যায়। এর অন্যতম কারণ হলো ইউস্টেশিয়ান টিউব, মধ্যকর্ণ ও নাকের পেছনের অংশকে যুক্ত করা এক সরু নালী, যার স্বাভাবিক কার্যকারিতা ঠান্ডা আবহাওয়ার প্রভাবে সহজেই বিঘ্নিত হতে পারে। কানের ভেতরের চাপ ঠিক রাখা এবং মধ্যকর্ণে জমে থাকা বায়ু বা তরল বের করে দেওয়াই এ টিউবের মূল কাজ।
কিন্তু শুষ্ক ঠান্ডা বাতাস, ঘন সর্দিকাশি কিংবা নাক বন্ধ হয়ে গেলে টিউবটি ব্লক হয়ে যায়। এতে কানে ভারী লাগা, ব্যথা, শব্দ কম শোনা বা ‘পপিং’ অনুভূতির মতো উপসর্গ দেখা দিতে পারে। শীতকালে নাকের প্রদাহ বাড়ায় ইউস্টেশিয়ান টিউবের কার্যকারিতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
* শীতে কেন কানের সংক্রমণ বাড়ে
▶ ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ : শীতকালে ঠান্ডা, ফ্লু ও সাইনাসের ভাইরাস-ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ বেড়ে যায়। যেহেতু কান, নাক ও গলা একটি নালী, ইউস্টেশিয়ান টিউব, দিয়ে পরস্পর যুক্ত, তাই নাক বা গলার সংক্রমণ সহজেই মধ্যকর্ণে ছড়িয়ে পড়ে। এর ফলে কানে ব্যথা বা শ্রবণক্ষমতা হ্রাস দেখা দিতে পারে।
▶ ইউস্টেশিয়ান টিউবের কার্যকারিতা ব্যাহত হওয়া : ঠান্ডা আবহাওয়া বা অ্যালার্জির কারণে টিউব ফুলে গিয়ে ব্লক হয়ে যেতে পারে। এতে মধ্যকর্ণে জমে থাকা স্বাভাবিক তরল বের হতে পারে না। এ জমে থাকা তরলে ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্রুত বংশবৃদ্ধি করে সংক্রমণের সৃষ্টি করে, যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হতে পারেন।
* কী করবেন
নাক পরিষ্কার রাখা, ধুলাবালি এড়ানো, ঠান্ডা হাওয়া থেকে সুরক্ষা এসব ছোট সচেতনতা বড় সমস্যার ঝুঁকি কমাতে পারে। শীতে রাতে বাইরে বেরোলেই পরতে হবে কানঢাকা পোশাক। মাফলার, মাঙ্কি টুপি থেকে এখনকার বাহারি কানঢাকা, সুবিধা মতো কিছু একটা পরে নিলেই হলো।
* কখন ডাক্তার দেখাবেন
নিম্নলিখিত গুরুতর লক্ষণগুলোর মধ্যে যদি কোনো লক্ষণ দেখা দেয় তবে চিকিৎসার পরামর্শ নেওয়া অপরিহার্য-
▶ শীতে ঠান্ডা লেগে হাঁচি ও সর্দিকাশির সঙ্গে অনেক সময় কানে তালা লাগার ঘটনাও ঘটে। এই সমস্যা হলে বা সর্দি বা অ্যালার্জিজনিত কাশির সমস্যা থেকে কান বন্ধ দেখা দিলে দ্রুত নাক-কান-গলা বিশেষজ্ঞ দেখাবেন।
▶ তীব্র কানে ব্যথা দেখা দিলে যা ওভার-দ্য-কাউন্টার ওষুধ দিয়েও যদি ভালো না হয়।
▶ কানের ব্যথার সঙ্গে মাত্রাতিরিক্ত জ্বর থাকলে, যা অন্তর্নিহিত সংক্রমণ নির্দেশ করতে পারে।
▶ শ্রবণশক্তিতে হঠাৎ বা উল্লেখযোগ্য পরিবর্তন। সঠিকভাবে চিকিৎসা না করা হলে অস্থায়ী বা এমনকি স্থায়ী শ্রবণশক্তি হ্রাসের কারণ হতে পারে। শ্রবণ স্বাস্থ্য রক্ষার জন্য প্রাথমিক হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ।
▶ কান থেকে তরল পদার্থ বের হলে।
লেখক : আবাসিক সার্জন (ইএনটি), সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
