Logo
Logo
×

সুস্থ থাকুন

শীতে ত্বক খসখসে হয়ে গেলে কী করবেন

Icon

সুস্থ থাকুন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শীতে বাতাসে আর্দ্রতা কম থাকায় শরীরের চামড়া দ্রুত শুকিয়ে খসখসে হয়ে যায়। তাই এসময় ঘনঘন ময়েশ্চারাইজার, মলম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহারের পাশাপাশি গোসলের সময় কঠিন সাবান এড়িয়ে চলুন; হিউমিডিফায়ার ব্যবহার করে বাড়ির আর্দ্রতা বাড়ান; এবং ভিটামিন, জিঙ্কসমৃদ্ধ খাবার খান। প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

▶ ময়েশ্চারাইজার ব্যবহার করুন : দিনে কয়েকবার এবং গোসলের পর ত্বকে ময়েশ্চারাইজার, ক্রিম বা মলম লাগান। পেট্রোলিয়াম জেলি আর্দ্রতা ধরে রাখতে দারুণ কাজ করে।

▶ গোসলের নিয়ম : হালকা গরম পানি ব্যবহার করুন, দীর্ঘক্ষণ (৫-১০ মিনিটের বেশি) গোসল এড়িয়ে চলুন, কারণ অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়।

▶ কঠিন সাবান এড়িয়ে চলুন : ত্বক থেকে প্রাকৃতিক তেল কেড়ে নেয় এমন সাবান ব্যবহার করবেন না।

▶ আর্দ্রতা বাড়ান : বাড়িতে হিউমিডিফায়ার ব্যবহার করুন বা ভেজা তোয়ালে ঝুলিয়ে রাখুন।

▶ হাইড্রেশন : প্রচুর পানি পান করুন এবং ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখতে ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার খান।

▶ পোশাক : যতটা সম্ভব ত্বককে ঠান্ডা ও শুষ্ক বাতাস থেকে বাঁচানোর জন্য উপযুক্ত পোশাক পরুন।

▶ যেসব জিনিস এড়িয়ে চলবেন : খুব গরম পানি দিয়ে গোসল করা, ঘনঘন হাত ধোয়া (যদি খুব বেশি প্রয়োজন না হয়), কঠিন ও রাসায়নিকযুক্ত সাবান ব্যবহার করা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম