Logo
Logo
×

সুস্থ থাকুন

নরমাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন

Icon

অধ্যাপক ডা. মালিহা রশীদ

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনেক গর্ভবতী নারীর আকাঙ্ক্ষা, নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম না দিয়ে সিজার করে ভূমিষ্ট করা। সন্তান জন্মদানের ব্যথা সহ্য করতে পারবেন না বলে কেউ কেউ এমন সিদ্ধান্ত আগে থেকে নিয়ে রাখেন। এটা কতটা যুক্তিযুক্ত সেটা তারা বুঝতে চান না। ডেলিভারি মানে বাচ্চা জন্মদানের উপায়। এটি দুইভাবে হয়। নরমাল ডেলিভারি ও সিজারিয়ান সেকশন।

নরমাল ডেলিভারি মানে হচ্ছে, গর্ভাবস্থায় ব্যথা উঠে বাচ্চা জন্ম দেওয়া। সিজার মানে প্রসব ব্যথা ছাড়া পেট কেটে বাচ্চা ডেলিভারি। আগে শুধু যেখানে প্রয়োজন সেখানেই সিজার করা হতো। এখন সেই নির্দেশনার সঙ্গে যোগ হয়েছে রোগীর ইচ্ছা। রোগী তার নিজের ডেলিভারির ধরন নিজেই পছন্দ করে নেন। কিন্তু এটা উচিত নয়।

নরমাল সবকিছুই ভালো, এটা প্রকৃতির নিয়ম। আমরা যখন প্রকৃতির নিয়ম ভেঙে সিজার করি সেটা অনিয়ম। নিয়ম মতো চলার অনেক উপকার রয়েছে। এটা মা ও বাচ্চা উভয়ের জন্য মঙ্গলজনক।

নরমাল ডেলিভারির সুবিধা

* এটা মা ও বাচ্চার জন্য কম ঝুঁকিপূর্ণ।

* রক্ত টান্সফিউজ কম লাগে।

* ইনফেকশন কম হয়।

* খরচ কম।

* জরায়ুতে কোনোরূপ দাগ হয় না।

* বাচ্চা জন্মের পরে শ্বাসকষ্ট কম হয়।

* মায়ের বুকের দুধ ভালোভাবে খেতে পারে।

যেখানে সিজার দরকার সেখানে তো সিজার করতে হবে। যখন মায়ের বাচ্চা জন্মের রাস্তা চাপা থাকে, গর্ভফুল নিচে থাকে, বাচ্চা আড়াআড়ি থাকে বা উলটা থাকে এবং অনেক সময় মা ও বাচ্চার মৃত্যু ঝুঁকি কমাতেও সিজার করা হয়। কাজেই ইচ্ছামতো সিজার নয়। প্রয়োজনেই সিজার করতে হবে।

লেখক : সাবেক বিভাগীয় প্রধান, স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম