বিশেষ শিশুর বয়ঃসন্ধিকাল : যত্ন ও করণীয়
ডা. সেলিনা সুলতানা
প্রকাশ: ২০ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বয়ঃসন্ধিকালের সমস্যাগুলো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর জন্য গুরুত্বপূর্ণ। অন্যদের মতো বিশেষ শিশুরাও এ সমস্যাটির সম্মুখীন হয়ে থাকে। সাধারণত ১০ থেকে ১৮ বা ১৯ বছরের মধ্যে তাদের ধরনের পরিবর্তন আসতে থাকে। শারীরিক, প্রজননতন্ত্র, গলার স্বর, মানসিক এবং আচরণের পরিবর্তন লক্ষ্য করা যায়।
বিশ্বের শিশুদের বয়ঃসন্ধিকালের এসব পরিবর্তনগুলো সামলানোর জন্য অবশ্যই মা-বাবার পূর্ব প্রস্তুতির দরকার হয়। সাধারণত ১০ বছরের আগেই শারীরিক বিভিন্ন ধরনের পরিবর্তন চলে আসে। এ সময় ছবি দেখিয়ে বা গল্পের মাধ্যমে শিশুটিকে শারীরিক পরিবর্তন বোঝাতে হবে। শরীরের প্রাইভেট পার্টসের নাম বলতে হবে এবং শেখাতে হবে। যাতে কেউ স্পর্শ বা টাচ না করতে পারে সে ক্ষেত্রে তাদের শিক্ষা দিতে হবে। ভালো বা খারাপ স্পর্শ পিকচার কার্ড বা ছবি ব্যবহার করে সেগুলো বুঝিয়ে দিতে হবে। অটিস্টিক বৈশিষ্ট্যসম্পন্ন শিশুটিও যেন অন্যের বডি টাচ বা স্পর্শ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে এবং বোঝাতে হবে।
পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়ে শিশুটি যেন তার পিরিয়ডের দিনগুলোতে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারে, সেজন্য তাদের ভিডিও বা ছবি ব্যবহার করে মাকে বা শিশুটির সহায়তাদানকারীকে শেখাতে হবে।
ভাষা ব্যবহারেও সাবধানতা অবলম্বন করতে হবে এসময়। কারণ তারা খুব অল্পতেই রিয়াক্ট করবে। বয়ঃসন্ধিকালের এ সময়ে সাধারণত তাদের মধ্যে চ্যালেঞ্জিং বিহেভিয়ার বা আগ্রাসী আচরণ বেড়ে যায়। যেহেতু কথা বলায় বা ভাষার আদান-প্রদানে সীমাবদ্ধতা থাকে শিশুটির মধ্যে, তাই সে ঠিকমতো সবাইকে বোঝাতে পারে না। প্রথমে এ ধরনের আচরণের পেছনের কারণ খুঁজে বের করতে হবে। তাদের অন্য কোনো ডিসকমফোর্ট বা অসুবিধা আছে কিনা তা জানতে হবে এবং সমাধানের চেষ্টা করতে হবে। পরিবার থেকে সাহায্য করতে না পারলে প্রফেশনালদের সাহায্য নিতে হবে।
প্রতিটি শিশুই আলাদা, সবার যে একই ধরনের সমস্যা থাকবে বয়ঃসন্ধিকালে তা নয়। আমাদের সব ধরনের প্রস্তুতি সঙ্গে থাকতে হবে। বাবা-মা তাদের শিশুদের পরিবর্তনগুলো লক্ষ্য করবেন, দুর্বলতাগুলো কোথায় তা বোঝার চেষ্টা করবেন। সে কীভাবে রিয়েক্ট করছে তা দেখে সমাধান করার চেষ্টা করবেন। না পারলে অবশ্যই প্রফেশনালদের সাহায্য নেবেন।
বয়ঃসন্ধিকালের সময়টিকে সামলানো বাবা-মার জন্য কঠিন হয়ে যায়, এটা খুবই স্বাভাবিক। আমরা কখনোই এ ব্যাপারটিকে অবহেলা করব না, খুবই গুরুত্ব সহকারে দেখব।
লেখক : কনসালটেন্ট, নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডার অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, বেটার লাইফ হসপিটাল।
