হাঁচি-কাশি হলেই কি মন্টিলুকাস্ট খাবেন
অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অনেকেই হাঁচি-কাশি হলেই মন্টিলুকাস্ট সেবন করছেন। যে কোনো ওষুধ নির্দিষ্ট রোগের জন্য চিকিৎসক দিয়ে থাকেন এবং একেকটা ওষুধের ব্যবহারবিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া একেক রকম। আর যদি মেয়াদোত্তীর্ণ বা নকল ওষুধ হয় তাহলে ক্ষতির মাত্রা ভয়ংকর পরিণতি বয়ে নিয়ে আসবে। তাই সেবনের আগে সাবধান হতে হবে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ সেবন করবেন না।
* কখন মন্টিলুকাস্ট ব্যবহার করা যায় না-
▶ আপনার কোনো ওষুধে অ্যালার্জি আছে কিনা।
▶ যদি আপনি গর্ভবতী, গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন বা শিশুকে বুকের দুধ পান করাচ্ছেন।
▶ লিভারের সমস্যা বা মদপান করার অভ্যাস থাকলে
▶ মানসিক সমস্যা বা এর জন্য কোনো ওষুধ সেবন করছেন কিনা।
▶ স্টেরয়েড ওষুধ সেবন ও ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে।
* মন্টিলুকাস্ট কখন ব্যবহার করা হয়-
▶ ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিস।
▶ সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস।
▶ অ্যাজমা বা হাঁপানি।
▶ এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা।
* পার্শ্বপ্রতিক্রিয়া
কেমন ডোজে সেবন করছেন ও নিয়ম না মেনে সেবন করলে পার্শ্বপ্রতিক্রিয়া মারাÍক আকার ধারণ করতে পারে।
▶ ত্বকের গভীর স্তর ফুলে যাওয়া (এনজিওএডিমা)।
▶ হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশান।
▶ ফুসকুড়ি, জ্বর।
▶ অস্থিরতা, উদ্বিগ্ন বোধ, মাথা ঘোরা, খিটখিটে মেজাজ, দুঃস্বপ্ন, অনিদ্রা, ঘুমেহাঁটা।
▶ হজমে সমস্যা, বমি বমি ভাব, প্যানক্রিয়াটাইটিস।
মন্টিলুকাস্টের পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ পরিলক্ষিত হলে অবশ্যই চিকিৎসকের শরনাপন্ন হবেন। মন্টিলুকাস্ট সেবন করে গাড়ি চালাবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া হাঁচি-কাশি হলেই মন্টিলুকাস্ট সেবন করবেন না।
লেখক : মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লি., শ্যামলী, ঢাকা।
