Logo
Logo
×

সুস্থ থাকুন

করোনায় ত্বক ও চুলের সমস্যা

Icon

ডা. মোহাম্মদ শওকত হায়দার

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

করোনায় ত্বক ও চুলের সমস্যা

করোনা ভাইরাসে ত্বকের ইনফেকশন যেমন-লালগুড়ি, আমবাতের মতো ব্যথা দেখা দিচ্ছে। এ ভাইরাসে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে মাল্টি সিসটেম যেমন- চোখ, ফুসফুস ও হৃদযন্ত্র আক্রান্ত হচ্ছে, ২০-৩০ শতাংশ রোগীর ত্বকের সমস্যা দেখা দিচ্ছে। এ ভাইরাস সেরে যাওয়ার পরও নানা সমস্যা ৮-১২ সপ্তাহ পর্যন্ত দেখা দিতে পারে। ত্বকের সমস্যাও হঠাৎ করে বেড়ে যায় যেমন-আমবাত বা অ্যালাজির সমস্যা এবং চুলকানি বা স্ক্যাবিস যা সহজে সারে না। ত্বকের অন্য রোগ যেমন-সোরিয়াসিস এবং শ্বেতীরোগ যা আগে ভালো ছিল করোনার পর হঠাৎ করে বেড়ে যায়। চুলপড়া বেড়ে যায় ৬০-৭০ শতাংশ কিন্তু তিন-ছয় মাস পর চুল আবার গজাতে থাকে। এ সময় অ্যালাজির স্টেরয়েড জাতীয় ওষুধ এবং ভিটামিন খাওয়ার মাধ্যমে চুল পড়ার চিকিৎসা করা হয়। করোনা ভ্যাকসিনের পর ত্বকে অ্যালার্জি হতে পারে সেক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করলে ত্বক ও চুলের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

লেখক : চর্ম ও যৌন, অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ এবং লেজার কসমেটিক সার্জন।

ঢাকা চেম্বার : মিরপুর ল্যাব এইড।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম