পরামর্শ
কর্মব্যস্ত নারীর জন্য যা প্রয়োজন
সুরঞ্জনা ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
* ঘরের কাজ সেরে অফিসের তাড়া একটি কমন বিষয় কর্মব্যস্ত নারীর জন্য। বিশেষ করে নিজেকে পরিপাটি রাখা। অনেক সময় শ্যাম্পু করে চুল শুকানোর মতো সময় থাকে না। আর এ ক্ষেত্রে ড্রাই শ্যাম্পু ব্যবহার করে চুলের তেলতেলেভাব দূর করুন। এতে সময় বাঁচবে।
* অফিসে পার্টি বা ক্লায়েন্ট মিটিং আছে। অথচ চোখের সাজের জন্য বাড়তি সময় নেই আপনার। চিন্তা না করে ফেইকল্যাশের পরিবর্তে মাস্কারা ব্যবহার করুন। মাস্কারা লাগানোর আগে আইল্যাশে বেবি পাউডার লাগিয়ে নিন। এতে মাস্কারা থিক ও ভলিউমাইজড দেখাবে।
* পেডিকিউর ও মেনিকিউরের জন্য পার্লারে না গিয়ে রাতে ঘুমানোর আগে হাত-পায়ে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে মোজা পরে নিন। এতে হাত-পা নরম থাকে। সকালে হাত-পায়ের যত্ন নিয়ে অহেতুক চিন্তা করতে হবে না আর।
* সকালে অফিসের তাড়া থাকলে সময় বাঁচাতে অগোছালো চুল দিয়েই করে নিতে পারেন মেসি বান বা মেসি ব্রেইড। এটি করতে যেমন সময় কম খরচ হয়, তেমনি দেখতেও স্টাইলিশ লাগবে। তাই তাড়াহুড়োর সময় চুল নিয়ে বাড়তি টেনশন নয়।
* তাড়াহুড়ায় আইলাইনারের পরিবর্তে কালো আইশ্যাডো ব্যবহার করতে পারেন। এটি ব্রাশে লাগিয়ে চোখের পাতার লাইনে হালকা করে স্মাজ করে নিলেই বেশ ভালো একটা আইলুক তৈরি হবে।
সূত্র : ইন্টারনেট
