সাকিব আবার বিশ্বের এক নম্বর অলরাউন্ডার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টি ২০ অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান হারানোর এক সপ্তাহের মধ্যে আবারও সিংহাসন পুনরুদ্ধার করলেন সাকিব আল হাসান। শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হটিয়ে বাংলাদেশের সাকিব এখন টি ২০র এক নম্বর অলরাউন্ডার। ২০২৪ টি ২০ বিশ্বকাপের প্রথম সাত ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে ছয় উইকেটে হেরেছে শ্রীলংকা। বোলিংয়ে দুই উইকেট নিলেও ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ায় রেটিং পয়েন্ট কমেছে হাসারাঙ্গার। এতেই এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছেন লংকান অধিনায়ক। হাসারাঙ্গার রেটিং পয়েন্ট এখন ২২২। শীর্ষে ফেরা সাকিবের রেটিং পয়েন্ট ২২৩। ৮ জুন ডালাসে শ্রীলংকার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সিংহাসন ধরে রাখতে হাসারাঙ্গাদের বিপক্ষে ভালো করতেই হবে সাকিবকে।
টি ২০ বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের দুই পেসার আনরিখ নর্কিয়ে ও ফজলহক ফারুকি। শ্রীলংকার বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিংয়ে সাত রানে চার উইকেট নেওয়া নর্কিয়ে এক লাফে নয় ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন। আর উগান্ডার বিপক্ষে নয় রানে পাঁচ উইকেট নেওয়া ফারুকি তিন ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে। শীর্ষ দশে এ দুজন ছাড়া পেসার আছেন শুধু অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড (৫)। বাকি সবাই স্পিনার। ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি।
