|
ফলো করুন |
|
|---|---|
কেমন কাটল লিওনেল মেসির ৩৭তম জন্মদিন? কোপা আমেরিকায় খেলছেন আর্জেন্টিনার অধিনায়ক। জন্মদিন পালনের আয়োজনে ত্রুটি নেই। উৎসবের আবহের মধ্যেই উঠে এসেছে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে তার কথা বন্ধ থাকার খবর। তবে কি মেসির সংসারে অশান্তির ছায়া? ঘটনা অবশ্য বিয়ের আগের। এক সাক্ষাৎকারে পুরোনো দিনের কথা বলেছেন মেসি। আন্তোনেল্লার সঙ্গে আলাপ প্রস?ঙ্গে তিনি বলেন, ‘একটা সময় আমাদের মধ্যে কথা বন্ধ ছিল। কোনো যোগাযোগই ছিল না।’ কী ঘটেছিল? মেসি বলেন, ‘একটা সময় আমি প্রায়ই ওদের বাড়ি যেতাম। ওর এক ভাই আমার বন্ধু ছিল। ওর মাধ্যমেই আমাদের আলাপ। তখন দুজনের বয়সই খুব কম ছিল। তখন থেকেই আন্তোনেল্লাকে আমার ভালো লাগত।’ তিনি আরও বলেন, ‘১৩ বছর বয়সে আমি স্পেনে চলে যাই। তারপর আন্তোনেল্লার সঙ্গে যোগাযোগ ছিল না। এখনকার মতো সহজে যোগাযোগ করা যেত না তখন। সুযোগ-সুবিধা ছিল না। চিঠি লেখার সুযোগ ছিল। ই-মেইল করা যেত। কিন্তু এক দেশ থেকে অন্য দেশে ফোন করে কথা বলার খরচ খুব বেশি ছিল। সেই খরচের জন্যই আমাদের মধ্যে যোগাযোগ ধীরে ধীরে কমে গিয়েছিল। কথাও হতো না দীর্ঘদিন।’
কবে আবার যোগাযোগ হলো আপনাদের? মেসি বলেন, ‘তখন আমার বয়স ১৬ কি ১৭। তখন যোগাযোগ ব্যবস্থা কিছুটা সহজ হয়। মেসেঞ্জারে কথা বলতাম আমরা। আমাদের দুজনের ঘনিষ্ঠতা আবার বাড়তে শুরু করল। তখন বুঝতে পারলাম, ছোটবেলার টান দুজনের মধ্যেই রয়েছে। কিছুই বদলায়নি।’ দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে আন্তোনেল্লাকে বিয়ে করেন মেসি। তিন সন্তানকে নিয়ে এখন তাদের সুখের সংসার। স্পেন ছেড়ে মেসি আমেরিকায় সংসার পেতেছেন ফুটবলের জন্য। ৩৭তম জন্মদিনে সতীর্থদের মতো তার সঙ্গে কাটান স্ত্রী, সন্তানরাও।
