|
ফলো করুন |
|
|---|---|
২০০৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে প্রতিটি আন্তর্জাতিক আসরের গ্রুপপর্বে গোল পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০ বছর পর ক্যারিয়ারে এই প্রথম ইউরো ২০২৪ এর প্রথম রাউন্ডে গোলের দেখা পাননি তিনি। তাতে অবশ্য ভাবনার কিছু দেখছেন না পেপে। পর্তুগাল ডিফেন্ডারের মতে, রোনাল্ডোর উপস্থিতিই দলে রাখছে ইতিবাচক প্রভাব। রোনাল্ডো শিগগিরই গোলের দেখা পাবেন বলে বিশ্বাস পেপের। টুর্নামেন্টে সর্বাধিক ১৪টি গোল করার রেকর্ড রোনাল্ডোর। এমনকি, দুই অঙ্কের গোলের দেখাও পাননি আর কেউ। কিন্তু এবার এখনো গোলের দেখা পাননি তিনি। সুযোগ অবশ্য পেয়েছিলেন কয়েকটি, পারেননি কাজে লাগাতে। ৩৯ বছর বয়সে রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোতে খেলছেন রোনাল্ডো। এই বয়সেও মাঠে যে পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি, দলের জন্য যেভাবে নিজেকে উজাড় করে দিচ্ছেন, তাতে মুগ্ধ পেপে।
