জেনারেল টিক্কা খানে প্রভাবিত জায়েদ খান
তারা ঝিলমিল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গত বছর থেকে শুরু হয়েছে শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ সিনেমার কাজ। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল এটি পরিচালনা করছেন।
এ সিনেমায় পাকিস্তানি জেনারেল টিক্কা খানের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এরই মধ্যে চরিত্রটি আয়ত্তে আনার জন্য রিহার্সালও শুরু করেছেন তিনি।
টিক্কা খান ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) প্রধান সামরিক শাসক হিসাবে দায়িত্ব পালনকালে বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন। আগামী ৫ ডিসেম্বর ছবিটির শুটিংয়ে অংশ নেবেন জায়েদ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐতিহাসিক এ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে।’
